অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উছিথ মংকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উছিথ মং ঢাকা থেকে মিয়ানমার যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। তিনি অস্ত্র কেনা-বেচা করে থাকেন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের সন্ত্রাসীদের সাথে তার যোগাযোগ রয়েছে এমন অভিযোগ রয়েছে পুলিশের কাছে। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে টানাপড়েনের মধ্যে এমন ঘটনা ঘটেছে এবং বিষয়টি অনেকে অবাক হয়েছেন।
উছিথ মং বাংলাদেশের নাগরিক তবে তার স্ত্রী মিয়ানমারের নাগরিক এবং তারা দুজনেই রাখাইন রাজ্যের। সেখানেই তারা দুজন বসবাস করেন।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া বলেছেন, গ্রেফতারকৃত ব্যক্তি উচিত মং রাখাইন ডেভেলপমেন্ট নামক একটি এনজিও চালান। তিনি এনজিও বা স্বেচ্ছাসেবীমূলক কাজের কথা বললেও এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
তিনি বলেন, তার কাছে থাকা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছে মার্কিন ডলার ও মিয়ানমারের মুদ্রা পাওয়া গিয়েছে। তার ল্যাপটপটির ভেতরে যে তথ্য পাওয়া গেছে তা থেকে বুঝা যায় উচিত মং অস্ত্র কেনা-বেচা করে থাকেন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের সন্ত্রাসীদের সাথে তার যোগাযোগ থাকতে পারে। ওই গোষ্ঠীকে অর্থ সহায়তা ও অস্ত্র সরবারহ করার কাজে জড়িত থাকতে পারেন তিনি। তার বিরুদ্ধে আদালতে তিনদিনের রিমান্ড দাবি করা হয়েছে।
এদিকে বাংলাদেশের এক বৌদ্ধ নেতা জানিয়েছেন, তাদের সাথে উছিথ মং এর কোনো যোগাযোগ ছিল না। তবে এ ঘটনা ঘটার পরে তারা খোঁজ নিয়েছেন। উছিথ মংএর কর্মকান্ড নিয়ে একটা রহস্য লুকিয়ে আছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 





















