ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

বিসিবি নির্বাচনে পাপনের প্যানেল ঘোষণা

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছেন নাজমুল হাসান পাপন। শুক্রবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪ সদস্যের এই প্যানেল ঘোষণা করেন তিনি। আগের প্যানেলের সঙ্গে এবার ঘোষিত প্যানেলে খুব বেশি পরিবর্তন আসেনি। মাত্র দুটি পরিবর্তন নিয়ে নির্বাচনে নামছেন তিনি। এবারের বিসিবি নির্বাচনে পাপনের প্রতিদ্বন্দ্বী তেমন কেউ নেই। তাই বলা যায়, আবার দেশের ক্রিকেটের শীর্ষ পদে তিনিই বসছেন।

শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির লাউঞ্জে সাংবাদিকদের সামনে প্যানেল ঘোষণার সময় নাজমুল হাসান বলেন, ‘গতবার যাঁরা ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচন করেছেন, এবারও তাঁরাই রয়েছেন। দুটি পরিবর্তন অবশ্য এসেছে। মনজুর কাদের গতবার মুন্সীগঞ্জ থেকে এলেও এবার তিনি এসেছেন ক্লাব থেকে। আর ইকবাল ভাই এতদিন কোনো বোর্ড মিটিংয়ে যোগ দেননি বলে আমরা ধরে নিয়েছি তিনি আর আসবেন না। ওনার জায়গায় মনজুর কাদেরকে নেওয়া হয়েছে। টিংকু ভাই মারা গেছেন, তাঁর জায়গা জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পূরণ হয়ে গেছে। বরিশাল থেকে দুজন মনোনয়নপত্র নিয়েছেন, সেখানে নির্বাচন হতে পারে।’

বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য থাকবেন ২৫ জন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১০ জন। ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন ও পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হবেন একজন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। কাউন্সিলররা আগামী ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করবেন। ৩১ অক্টোবর হবে বিসিবির নির্বাচন। নির্বাচনে মোট কাউন্সিলর ১৬৭ জন।

নাজমুল হাসানের প্যানেল

বিভাগ ও জেলা ক্যাটাগরি : ঢাকা বিভাগ থেকে নাঈমুর রহমান দুর্জয়, চট্টগ্রাম বিভাগ থেকে আ জ ম নাসির ও আকরাম খান। খুলনা বিভাগ থেকে শেখ সোহেল ও কাজী এনাম আহমেদ। রাজশাহী বিভাগ থেকে শফিউল আলম স্বপন। বরিশাল বিভাগ থেকে এম এ আউয়াল চৌধুরী ভুলু। সিলেট বিভাগ থেকে শফিউল আলম চৌধুরী। আর রংপুর বিভাগ থেকে রয়েছেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

ক্লাব ক্যাটাগরি : নাজমুল হাসান পাপন, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মঞ্জুরুল কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মুর্তজা, লোকমান হোসেন ভুঁইয়া, হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল ও তানজীল চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

বিসিবি নির্বাচনে পাপনের প্যানেল ঘোষণা

আপডেট সময় ১২:৩৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছেন নাজমুল হাসান পাপন। শুক্রবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪ সদস্যের এই প্যানেল ঘোষণা করেন তিনি। আগের প্যানেলের সঙ্গে এবার ঘোষিত প্যানেলে খুব বেশি পরিবর্তন আসেনি। মাত্র দুটি পরিবর্তন নিয়ে নির্বাচনে নামছেন তিনি। এবারের বিসিবি নির্বাচনে পাপনের প্রতিদ্বন্দ্বী তেমন কেউ নেই। তাই বলা যায়, আবার দেশের ক্রিকেটের শীর্ষ পদে তিনিই বসছেন।

শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির লাউঞ্জে সাংবাদিকদের সামনে প্যানেল ঘোষণার সময় নাজমুল হাসান বলেন, ‘গতবার যাঁরা ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচন করেছেন, এবারও তাঁরাই রয়েছেন। দুটি পরিবর্তন অবশ্য এসেছে। মনজুর কাদের গতবার মুন্সীগঞ্জ থেকে এলেও এবার তিনি এসেছেন ক্লাব থেকে। আর ইকবাল ভাই এতদিন কোনো বোর্ড মিটিংয়ে যোগ দেননি বলে আমরা ধরে নিয়েছি তিনি আর আসবেন না। ওনার জায়গায় মনজুর কাদেরকে নেওয়া হয়েছে। টিংকু ভাই মারা গেছেন, তাঁর জায়গা জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পূরণ হয়ে গেছে। বরিশাল থেকে দুজন মনোনয়নপত্র নিয়েছেন, সেখানে নির্বাচন হতে পারে।’

বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য থাকবেন ২৫ জন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১০ জন। ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন ও পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হবেন একজন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। কাউন্সিলররা আগামী ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করবেন। ৩১ অক্টোবর হবে বিসিবির নির্বাচন। নির্বাচনে মোট কাউন্সিলর ১৬৭ জন।

নাজমুল হাসানের প্যানেল

বিভাগ ও জেলা ক্যাটাগরি : ঢাকা বিভাগ থেকে নাঈমুর রহমান দুর্জয়, চট্টগ্রাম বিভাগ থেকে আ জ ম নাসির ও আকরাম খান। খুলনা বিভাগ থেকে শেখ সোহেল ও কাজী এনাম আহমেদ। রাজশাহী বিভাগ থেকে শফিউল আলম স্বপন। বরিশাল বিভাগ থেকে এম এ আউয়াল চৌধুরী ভুলু। সিলেট বিভাগ থেকে শফিউল আলম চৌধুরী। আর রংপুর বিভাগ থেকে রয়েছেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

ক্লাব ক্যাটাগরি : নাজমুল হাসান পাপন, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মঞ্জুরুল কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মুর্তজা, লোকমান হোসেন ভুঁইয়া, হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল ও তানজীল চৌধুরী।