ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

এই ফুলই নাকি জমিয়ে তুলবে আপনার প্রেম

অাকাশ নিউজ ডেস্ক:

পিওনি ফুলকে ফুলের রানি বলা হয়ে থাকে ফেং শ্যুইয়ে৷ এর সৌন্দর্য রোমান্স-প্রেমের প্রতীক বলে মনে করা হয়৷ বলা হয়ে থাকে, যদি কোনো পরিবারে বিবাহযোগ্যা কেউ থাকে তাহলে তার ড্রয়িংরুমে এই ফুলের ছবি রেখে দিলে পরিবারে সৌভাগ্য আসে, এবং কাঙ্খিত বরের সন্ধান পায় সেই তরুণী৷

ঘরের দক্ষিণ পশ্চিম কোন এই ফুল রাখলে নাকি তা বাড়ির পক্ষে শুভ৷ তবে সেই শুভ বিষয়টি ঘটলে দেওয়ালে টাঙানো সেই ফুলের ছবি সরিয়ে দিতে বলা হয় এবং তা উপহার হিসেবে অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত বলে মনে করা হয়৷

ফেংশ্যুই অনুযায়ী, এই ফুল নাকি সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচায়৷ পিওনি গাছ প্রাকৃতিকভাবে এশিয়া, ইউরোপ ও উত্তর-আমেরিকার পশ্চিমাঞ্চলে জন্মে। বাগানের শোভাবর্ধনের জন্য বিশ্বের অনেক দেশেই এটি লাগানো হয়।

পিওনি গাছের কথা এসেছে প্রাচীন গ্রীক-রোমান লোককথায়। গ্রীক-রোমান মিথ অনুযায়ী, Paean হচ্ছে অ্যাপোলোর পূর্বনাম। অ্যাপোলোকে প্রাচীন গ্রীসের অধিবাসীরা দেবতা হিসেবে মানতো। অ্যাপোলোর ছেলের নাম এসক্লেপিয়াস। এসক্লেপিয়াসকে গড অব মেডিসিন বলা হয়। এসক্লেপিয়াস ও অ্যাপোলোর মাঝে থাকা কোনো এক দ্বন্দের কারণে জিউস(দেবতাদের রাজা) এসক্লেপিয়াসের ক্রোধ থেকে অ্যাপোলোকে বাঁচাতে অ্যাপোলোকে পিওনি ফুল বানিয়ে দেন।

আরও পড়ুন: জানেন পুরীর জগন্নাথ মন্দিরেও পড়েছিল সতীর দেহের একটা খন্ড

মনোমুগ্ধকর পিওনি শুধু বিয়ে বা নানা উৎসবের মঞ্চ সাজানোর জন্যই উত্তম নয়। এটি খাদ্য হিসেবেও বেশ উপাদেয়। নিয়মিত এটি খেলে হাইপার টেনশন থেকে মুক্ত থাকা যায়

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের নামের সঙ্গে ‘খান’পদবি মুছে ফেললেন রোজা

এই ফুলই নাকি জমিয়ে তুলবে আপনার প্রেম

আপডেট সময় ০৩:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

পিওনি ফুলকে ফুলের রানি বলা হয়ে থাকে ফেং শ্যুইয়ে৷ এর সৌন্দর্য রোমান্স-প্রেমের প্রতীক বলে মনে করা হয়৷ বলা হয়ে থাকে, যদি কোনো পরিবারে বিবাহযোগ্যা কেউ থাকে তাহলে তার ড্রয়িংরুমে এই ফুলের ছবি রেখে দিলে পরিবারে সৌভাগ্য আসে, এবং কাঙ্খিত বরের সন্ধান পায় সেই তরুণী৷

ঘরের দক্ষিণ পশ্চিম কোন এই ফুল রাখলে নাকি তা বাড়ির পক্ষে শুভ৷ তবে সেই শুভ বিষয়টি ঘটলে দেওয়ালে টাঙানো সেই ফুলের ছবি সরিয়ে দিতে বলা হয় এবং তা উপহার হিসেবে অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত বলে মনে করা হয়৷

ফেংশ্যুই অনুযায়ী, এই ফুল নাকি সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচায়৷ পিওনি গাছ প্রাকৃতিকভাবে এশিয়া, ইউরোপ ও উত্তর-আমেরিকার পশ্চিমাঞ্চলে জন্মে। বাগানের শোভাবর্ধনের জন্য বিশ্বের অনেক দেশেই এটি লাগানো হয়।

পিওনি গাছের কথা এসেছে প্রাচীন গ্রীক-রোমান লোককথায়। গ্রীক-রোমান মিথ অনুযায়ী, Paean হচ্ছে অ্যাপোলোর পূর্বনাম। অ্যাপোলোকে প্রাচীন গ্রীসের অধিবাসীরা দেবতা হিসেবে মানতো। অ্যাপোলোর ছেলের নাম এসক্লেপিয়াস। এসক্লেপিয়াসকে গড অব মেডিসিন বলা হয়। এসক্লেপিয়াস ও অ্যাপোলোর মাঝে থাকা কোনো এক দ্বন্দের কারণে জিউস(দেবতাদের রাজা) এসক্লেপিয়াসের ক্রোধ থেকে অ্যাপোলোকে বাঁচাতে অ্যাপোলোকে পিওনি ফুল বানিয়ে দেন।

আরও পড়ুন: জানেন পুরীর জগন্নাথ মন্দিরেও পড়েছিল সতীর দেহের একটা খন্ড

মনোমুগ্ধকর পিওনি শুধু বিয়ে বা নানা উৎসবের মঞ্চ সাজানোর জন্যই উত্তম নয়। এটি খাদ্য হিসেবেও বেশ উপাদেয়। নিয়মিত এটি খেলে হাইপার টেনশন থেকে মুক্ত থাকা যায়