অাকাশ নিউজ ডেস্ক:
ব্যস্ত শিডিউলের মাঝেই একটা ছোট্ট কফি ব্রেক৷ কাজের এনার্জি আরও বাড়িয়ে তোলে কয়েক গুণ৷ আর এই ছোট্ট ব্রেক টাইমে যদি নিজের মনপসন্দ কিছু করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা৷ যেমন জার্মানবাসী এলিনা এবং এমিলিজার পছন্দের কাজ হল নাচ করা৷ জার্মানির হামবুর্গে থাকেন এই যমজ বোন৷ তাদের বয়স মাত্র ২৪৷ ফটোশ্যুটের মাঝেই ক্লান্তি কাটাতে ফ্ল্যাটের রান্নাঘরটিই বানিয়ে নেন তারা নাচঘর৷ সময়টি নেহাতই সামান্য পেলেও৷ ওই পাঁচ মিনিটেই যেন নতুন করে তারা তাদের জীবনে নতুন করে কাজ করার উদ্যম পান৷
এই বিষয়ে তাদের ফটোগ্রাফার কার্স্টেন থান বলেন, এই দুই যমজ বোনের যে ছবিগুলি ক্যামেরাবন্দী করা হয়েছে৷ সেগুলি কোনওটিই পরিকল্পনা করে তোলা হয়নি৷ কিন্তু ক্যামেরাটি থাকার ফলে সে এই সুন্দর সুন্দর ছবিগুলি সহজেই ক্যামেরাবন্দী করেতে পেরে সে নিজেকে খুবই ভাগ্যবান মনে করেছে৷ আর এর পাশাপাশিই এই দুই যমজ বোনের ফ্লেক্সিবেলেটি দেখে ফটোগ্রাফার থান হতবাক হয়ে গিয়েছে৷
এলিনা এবং এমিলিজা ইউক্রেনের বাসিন্দা৷ কিন্তু তারা জার্মানিতে রয়েছে গত ১৪বছর ধরে৷ ছোটবেলা থেকেই স্কুলে তারা নাচ করত৷ আর স্কুল থেকেই তারা অভিনয়, গান এবং নাচ করত তারা৷ এই দুই যমজ বোনই এখন প্রফেসনাল ডান্সার৷ এই দুই যমজ বোনের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ১১হাজার৷
আকাশ নিউজ ডেস্ক 

























