অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে তার দেশের গৌরব হিসেবে আখ্যায়িত করেছেন । সেই সঙ্গে বিদ্বেষপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, শুক্রবার রাতে ইরান সম্পর্কে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে যে ভাষা ব্যবহার করেছেন তা সঠিক ছিল না।
ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে যে কথা বলেছেন তার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সেনাবাহিনীর পাশাপাশি আইআরজিসি ইরানের ভৌগলিক অখণ্ডতা নিশ্চিত করছে।
আমেরিকা সব সময় ইরানের জনগণের বিরুদ্ধে কাজ করার পাশাপাশি স্বৈরচারীদের সহযোগী হিসেবে কাজ করছে-এ কথা উল্লেখ করে জারিফ বলেন, আমেরিকা ১৯৫৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে ইরানের বৈধ সরকারকে উৎখাত করেছিল।
মার্কিন প্রশাসনের আচরণের প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, পরমাণু সমঝোতা লঙ্ঘন এবং বিমান ক্রয়ে সংক্রান্ত মার্কিন অর্থ বিভাগের জটিলতাসহ নানা সমস্যা নিয়ে তার দেশ এ পর্যন্ত নয় বার চিঠি দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























