ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু

জানেন কি এটা নাকি ‘দানবের পুরুষাঙ্গ’!

অাকাশ নিউজ ডেস্ক:

অসলোর একটি পাহাড়ের খাড়া অংশ বা ক্লিফের উপরিভাগ থেকে ভয়ানকভাবে বেরিয়ে এসেছিল প্রস্তর খণ্ডটি! যা থেকে দূর থেকে মনে হত যেন একটি উত্থিত পুরুষাঙ্গ। এটি পর্যটকদের কাছে পরিচিত ছিল ‘ট্রলপিক্কেন’ নামে। নরওয়েজিয়ান ভাষার এই শব্দটির বাংলা করলে দাঁড়ায় ‘দানবের পুরুষাঙ্গ’। আর তা দেখতে বছরভর প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। কারণ এটি ছিল পর্যটকদের জন্য অন্যতম এক আকর্ষণ।

কিন্তু গতমাসে একদিন আবিষ্কার হয় ‘ট্রলপিক্কেন’ আর আগের জায়গায় নেই। ভেঙে পড়ে আছে পাহাড়ের গভীর খাদে। সবদিক খতিয়ে দেখে পুলিশ জানায়, এটি এমনি এমনি ভেঙে পড়েনি, কেউ এটি ভেঙে ফেলেছে। এখন সেটিকে সংস্কার কাজের মাধ্যমে আবার জোড়া দেওয়া হচ্ছে। প্রায় বারো টন ওজনের এই প্রস্তর খণ্ডটিকে উপরে তুলে জোড়া দেওয়ার জন্যে বানানো হয়েছে বিরাট এক মাচা। ক্রেন দিয়ে সেটিকে সেই মাচার উপর তোলা হয়েছে।

তারপর যে খাড়া পাহাড়টি থেকে বেরিয়ে এসেছিল এটি, সেখানে আবার সেখানে জুড়ে দেওয়া হচ্ছে সিমেন্ট, আঠা আর ধাতব বন্ধনীর মাধ্যমে। সংস্কার প্রায় শেষের দিকে এখন, যদিও পর্যটকদের এটিকে পূর্বাবস্থায় দেখবার জন্য আরও অন্তত এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে।

ক্রাউড ফান্ডিংয়র মাধ্যমে এই সংস্কার কাজটি চালানো হচ্ছে। গত মাসে ভেঙে ফেলার কয়েকদিন পর একদল মানুষ একটি প্রচার শুরু করেছিল, যেটির শিরোনাম তারা দিয়েছিল “দ্য ট্রল’স পেনিস উইল বি রি-ইরেকটেড” বা “দানবের পুরুষাঙ্গ আবার উত্থিত হবে”। সেই প্রচারে সাড়া দেয় প্রায় এক হাজার মানুষ। জোগাড় হয়ে যায় সাতাশ হাজার ডলারের সমপরিমাণ সোয়া দুই লাখ ক্রোনারেরও বেশী চাঁদা। সেই টাকাতেই এখন ‘আবার উত্থিত’ হচ্ছে সেই ‘দানবের পুরুষাঙ্গ’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

জানেন কি এটা নাকি ‘দানবের পুরুষাঙ্গ’!

আপডেট সময় ১০:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

অসলোর একটি পাহাড়ের খাড়া অংশ বা ক্লিফের উপরিভাগ থেকে ভয়ানকভাবে বেরিয়ে এসেছিল প্রস্তর খণ্ডটি! যা থেকে দূর থেকে মনে হত যেন একটি উত্থিত পুরুষাঙ্গ। এটি পর্যটকদের কাছে পরিচিত ছিল ‘ট্রলপিক্কেন’ নামে। নরওয়েজিয়ান ভাষার এই শব্দটির বাংলা করলে দাঁড়ায় ‘দানবের পুরুষাঙ্গ’। আর তা দেখতে বছরভর প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। কারণ এটি ছিল পর্যটকদের জন্য অন্যতম এক আকর্ষণ।

কিন্তু গতমাসে একদিন আবিষ্কার হয় ‘ট্রলপিক্কেন’ আর আগের জায়গায় নেই। ভেঙে পড়ে আছে পাহাড়ের গভীর খাদে। সবদিক খতিয়ে দেখে পুলিশ জানায়, এটি এমনি এমনি ভেঙে পড়েনি, কেউ এটি ভেঙে ফেলেছে। এখন সেটিকে সংস্কার কাজের মাধ্যমে আবার জোড়া দেওয়া হচ্ছে। প্রায় বারো টন ওজনের এই প্রস্তর খণ্ডটিকে উপরে তুলে জোড়া দেওয়ার জন্যে বানানো হয়েছে বিরাট এক মাচা। ক্রেন দিয়ে সেটিকে সেই মাচার উপর তোলা হয়েছে।

তারপর যে খাড়া পাহাড়টি থেকে বেরিয়ে এসেছিল এটি, সেখানে আবার সেখানে জুড়ে দেওয়া হচ্ছে সিমেন্ট, আঠা আর ধাতব বন্ধনীর মাধ্যমে। সংস্কার প্রায় শেষের দিকে এখন, যদিও পর্যটকদের এটিকে পূর্বাবস্থায় দেখবার জন্য আরও অন্তত এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে।

ক্রাউড ফান্ডিংয়র মাধ্যমে এই সংস্কার কাজটি চালানো হচ্ছে। গত মাসে ভেঙে ফেলার কয়েকদিন পর একদল মানুষ একটি প্রচার শুরু করেছিল, যেটির শিরোনাম তারা দিয়েছিল “দ্য ট্রল’স পেনিস উইল বি রি-ইরেকটেড” বা “দানবের পুরুষাঙ্গ আবার উত্থিত হবে”। সেই প্রচারে সাড়া দেয় প্রায় এক হাজার মানুষ। জোগাড় হয়ে যায় সাতাশ হাজার ডলারের সমপরিমাণ সোয়া দুই লাখ ক্রোনারেরও বেশী চাঁদা। সেই টাকাতেই এখন ‘আবার উত্থিত’ হচ্ছে সেই ‘দানবের পুরুষাঙ্গ’।