অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সর্বশেষ সাম্প্রদায়িক হামলায় বন্দুকধারীদের গুলিতে তিন শিয়া মুসলিমসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার পুলিশ এএফপি’কে এ কথা জানায়।
চারজন শিয়া সবজি ব্যবসায়ীকে নিয়ে একটি যানবাহন প্রাদেশিক রাজধানী কোয়েটা অতিক্রম করার সময় মোটরবাইক আরোহী দুই ব্যক্তি যানবাহনে হামলা চালায়।
স্থানীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আবদুর রাজ্জাক চিমা এএফপি’কে জানায়, ‘স্থানীয় পুলিশ প্রতিদিন শিয়া সবজি বিক্রেতাদের পাহারা দেয়। কিন্তু শিয়াদের সবজিবাহী একটি যানবাহন বিচ্ছিন্ন হয়ে গেলে বন্দুকধারীদের কবলে পড়ে’।
তিনি বলেন, বন্দুকধারীরা হাজারা জাতিগত সংখ্যালঘু তিন শিয়া, ভ্যান চালক ও একজন পথচারিকে হত্যা করে।
আকাশ নিউজ ডেস্ক 
























