ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ন্যায্য আচরণ পায়নি: উমর গুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আইসিসির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুল।

বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণকে অন্যায্য হিসেবেও উল্লেখ করেছেন তিনি। আইসিসিকে দ্বৈত নীতি পরিহার করার পরামর্শ দিয়ে গুল বলেন, ভারত একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে, যা পুরো একটি দলের নিরাপত্তা দেয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

পেশোয়ারে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গুল বলেন, চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত কিন্তু পাকিস্তান সফরে যায়নি। একই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা অন্য কোনো বড় দল হলে তাদের কি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতো, এই প্রশ্নও তোলেন তিনি।

সাবেক ফাস্ট বোলার বলেন, ২০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ ন্যায্য আচরণ পায়নি। পাকিস্তান কখনোই খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশায়নি।’ ভারতকেও একই নীতি অনুসরণ করার আহ্বান জানান পাকিস্তানের সাবেক এ পেসার।

এর আগে, আইসিসির দ্বিচারিতা নিয়ে সমালোচনা করেছিলেন মোহাম্মদ ইউসুফ ও শহিদ আফ্রিদির মতো সাবেক তারাকারা। এছাড়া সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদিও একই ধরনের হতাশা প্রকাশ করে লিখেছিলেন, বাংলাদেশে এবং আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির এই অসঙ্গত আচরণে আমি গভীরভাবে হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের বোঝাপড়া দেখানো হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

বাংলাদেশ ন্যায্য আচরণ পায়নি: উমর গুল

আপডেট সময় ০৭:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আইসিসির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুল।

বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণকে অন্যায্য হিসেবেও উল্লেখ করেছেন তিনি। আইসিসিকে দ্বৈত নীতি পরিহার করার পরামর্শ দিয়ে গুল বলেন, ভারত একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে, যা পুরো একটি দলের নিরাপত্তা দেয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

পেশোয়ারে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গুল বলেন, চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত কিন্তু পাকিস্তান সফরে যায়নি। একই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা অন্য কোনো বড় দল হলে তাদের কি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতো, এই প্রশ্নও তোলেন তিনি।

সাবেক ফাস্ট বোলার বলেন, ২০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ ন্যায্য আচরণ পায়নি। পাকিস্তান কখনোই খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশায়নি।’ ভারতকেও একই নীতি অনুসরণ করার আহ্বান জানান পাকিস্তানের সাবেক এ পেসার।

এর আগে, আইসিসির দ্বিচারিতা নিয়ে সমালোচনা করেছিলেন মোহাম্মদ ইউসুফ ও শহিদ আফ্রিদির মতো সাবেক তারাকারা। এছাড়া সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদিও একই ধরনের হতাশা প্রকাশ করে লিখেছিলেন, বাংলাদেশে এবং আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির এই অসঙ্গত আচরণে আমি গভীরভাবে হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের বোঝাপড়া দেখানো হচ্ছে না।