আকাশ জাতীয় ডেস্ক :
গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মুফতি ফয়জুল করিম বলেন, বর্তমান অন্তবর্তী সরকার তো আছে কয়েকদিন মাত্র। রাজনৈতিক মামলা দেওয়া যাবে না। কয়েকদিন পর তো সরকার পরিবর্তন হবে। তখন তারা যা ইচ্ছা তাই করবে। অন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে করে বলেন, আপনার মাথায় কি বুদ্ধি নাই। অনেক বুদ্ধিহীন কাজ করছে বর্তমান অন্তবর্তী সরকার। আমি চাই আর বুদ্ধিহীন কাজ না করুক। মানুষকে এমনভাবে উৎসাহিত করুন যেন মানুষ ভোট কেন্দ্রে যায়।
নির্বাচিত হলে গরিবের একটি টাকাও লুটপাট করতে দেওয়া হবে না জানিয়ে ফয়জুল করিম বলেন, গরিবের টিন ও কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না। হাতপাখা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















