ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

কলম্বিয়ান ঝলকেও গোল হলো না

আকাশ স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উভয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ও দুই কোচের মগজের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। সাইফের কোচ কিম গ্রান্টের অতি আক্রমণাত্মক ফুটবলের সামনে কিছুটা রক্ষণাত্মক হয়েছিল সাইফুল বারির দল। তবে দ্রুতগতিতে প্রতি আক্রমণে গিয়ে বেশ কয়েকবার সাইফের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে তারা।

তিন হলুদ কার্ডে মাঠে নামতে পারেননি সাইফের ডিফেন্ডার তপু বর্মণ। তপুর স্থলে কলম্বিয়ান হোল্ডিং মিডফিল্ডার ডেইনের করদোবাকে খেলিয়ে ফাটকাই খেলেছে কোচ। রক্ষণভাগ জমাট রেখে করদোবাও দিয়েছে কোচের প্রতিদান। আবাহনীর আক্রমণভাগ মাঝেমধ্যে ত্রাস ছড়ালেও গোলমুখ খুলতে পারেনি।

‘হাই প্রেসিং’ করে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল সাইফের কোটি টাকার আক্রমণভাগ। বল দখলে কখনো ‘ওয়ান টু ওয়ান’ খেলে, আবার কখনো ‘উইং প্লে’ করে ঝড়ের গতিতে আক্রমণ করেছে তারা। কিন্তু চট্টগ্রাম আবাহনীর জমাট রক্ষণভাগের দেয়ালে থুবড়ে পরেছে তাদের সব কৌশল। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেছেন ভ্যালেন্সিয়া। ম্যাচের ৭৬ মিনিটে আবাহনীর মনসুর আমিনের একটি ব্যাক পাস থেকে ডি-বক্সের ওপরে গোলরক্ষক আশরাফুল রানাকে একা পেয়েছিলেন হ্যাম্বার। শটও নিয়েছিলেন, কিন্তু পোস্ট ছেড়ে বের হয়ে এসে ভালো সেভ করেছেন আশরাফুল। আবার দুই মিনিট পরেই বাঁ প্রান্ত থেকে হেমন্তর ক্রসে বল জালে রাখতে পারেনি হ্যাম্বার।
কিন্তু এই কলম্বিয়ানই অসাধ্যসাধন করে ফেলেছিলেন প্রায়। ৮৮ মিনিটে মাঝমাঠ থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম প্রান্ত দিয়ে ডি-বক্সে প্রবেশ করে দূরের পোস্টে দুর্দান্ত এরিয়াল প্লেসিং করেছিলেন। ক্রসবারে লেগে ফিরে আস বল। প্রেসবক্সে সবার চোখে মুখেই তখন দুর্দান্ত একটি গোল না দেখতে পারার হতাশা। বল জালে ঢুকলে, লিগের সেরা গোল হতে পারত নিশ্চয়।

কিন্তু ম্যাচ শেষে ‘যোগ করা সময়’ জিজ্ঞাসা করা নিয়ে হয়েছে বড় এক নাটক। সাইফ অধিনায়ক জামাল ভূঁইয়া রেফারি মোহাম্মদ জালাল উদ্দিনকে নাকি বলেছিলেন, ‘স্যার এক্সট্রা টাইম শেষ হয়ে গেল।’ প্রতি উত্তরে রেফারি নাকি জামালকে বাজে গালি দিয়েছেন। গালির প্রতিবাদ করলে জামালের সঙ্গে হেমন্ত ভিনসেন্টকেও হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এ নিয়ে মাঠে কিছুটা উত্তাপ ছড়ায়।
এ ম্যাচের পর ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চট্টগ্রাম আবাহনী। চতুর্থ স্থানে থাকা সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১৯।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

কলম্বিয়ান ঝলকেও গোল হলো না

আপডেট সময় ১২:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উভয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ও দুই কোচের মগজের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। সাইফের কোচ কিম গ্রান্টের অতি আক্রমণাত্মক ফুটবলের সামনে কিছুটা রক্ষণাত্মক হয়েছিল সাইফুল বারির দল। তবে দ্রুতগতিতে প্রতি আক্রমণে গিয়ে বেশ কয়েকবার সাইফের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে তারা।

তিন হলুদ কার্ডে মাঠে নামতে পারেননি সাইফের ডিফেন্ডার তপু বর্মণ। তপুর স্থলে কলম্বিয়ান হোল্ডিং মিডফিল্ডার ডেইনের করদোবাকে খেলিয়ে ফাটকাই খেলেছে কোচ। রক্ষণভাগ জমাট রেখে করদোবাও দিয়েছে কোচের প্রতিদান। আবাহনীর আক্রমণভাগ মাঝেমধ্যে ত্রাস ছড়ালেও গোলমুখ খুলতে পারেনি।

‘হাই প্রেসিং’ করে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল সাইফের কোটি টাকার আক্রমণভাগ। বল দখলে কখনো ‘ওয়ান টু ওয়ান’ খেলে, আবার কখনো ‘উইং প্লে’ করে ঝড়ের গতিতে আক্রমণ করেছে তারা। কিন্তু চট্টগ্রাম আবাহনীর জমাট রক্ষণভাগের দেয়ালে থুবড়ে পরেছে তাদের সব কৌশল। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেছেন ভ্যালেন্সিয়া। ম্যাচের ৭৬ মিনিটে আবাহনীর মনসুর আমিনের একটি ব্যাক পাস থেকে ডি-বক্সের ওপরে গোলরক্ষক আশরাফুল রানাকে একা পেয়েছিলেন হ্যাম্বার। শটও নিয়েছিলেন, কিন্তু পোস্ট ছেড়ে বের হয়ে এসে ভালো সেভ করেছেন আশরাফুল। আবার দুই মিনিট পরেই বাঁ প্রান্ত থেকে হেমন্তর ক্রসে বল জালে রাখতে পারেনি হ্যাম্বার।
কিন্তু এই কলম্বিয়ানই অসাধ্যসাধন করে ফেলেছিলেন প্রায়। ৮৮ মিনিটে মাঝমাঠ থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম প্রান্ত দিয়ে ডি-বক্সে প্রবেশ করে দূরের পোস্টে দুর্দান্ত এরিয়াল প্লেসিং করেছিলেন। ক্রসবারে লেগে ফিরে আস বল। প্রেসবক্সে সবার চোখে মুখেই তখন দুর্দান্ত একটি গোল না দেখতে পারার হতাশা। বল জালে ঢুকলে, লিগের সেরা গোল হতে পারত নিশ্চয়।

কিন্তু ম্যাচ শেষে ‘যোগ করা সময়’ জিজ্ঞাসা করা নিয়ে হয়েছে বড় এক নাটক। সাইফ অধিনায়ক জামাল ভূঁইয়া রেফারি মোহাম্মদ জালাল উদ্দিনকে নাকি বলেছিলেন, ‘স্যার এক্সট্রা টাইম শেষ হয়ে গেল।’ প্রতি উত্তরে রেফারি নাকি জামালকে বাজে গালি দিয়েছেন। গালির প্রতিবাদ করলে জামালের সঙ্গে হেমন্ত ভিনসেন্টকেও হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এ নিয়ে মাঠে কিছুটা উত্তাপ ছড়ায়।
এ ম্যাচের পর ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চট্টগ্রাম আবাহনী। চতুর্থ স্থানে থাকা সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১৯।