আকাশ স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) ঘোষিত ১৬ সদস্যের এই স্কোয়াডে আবারও জায়গা করে নিয়েছেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।
সিরিজের সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচের তারিখ যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়।
স্কোয়াডের অন্যান্য সদস্যদের মধ্যে শাদাব খান তার ফর্ম ধরে রেখেছেন এবং আবরার আহমদ, মোহাম্মদ নাওয়াজ ও উসমান তারিকের সঙ্গে শক্তিশালী স্পিন বোলিং ইউনিট নেতৃত্ব দেবেন তিনিই।
পাকিস্তান দল শনিবার লাহোরে যোগ দেবে এবং পরের দিন সিরিজের প্রস্তুতি শুরু করবে। অস্ট্রেলিয়ার ২৮ জানুয়ারি পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের মাটিতে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ। এর আগে তারা এপ্রিল ২০২২-এ গাদ্দাফি স্টেডিয়ামে একমাত্র ম্যাচটি খেলেছিল।
এই সিরিজটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হবে। কার ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জন্য ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
পাকিস্তান ও অস্ট্রেলিয়া ২০ ওভারের এই ফরম্যাটে এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া ১৪ ম্যাচ, পাকিস্তান ১২ ম্যাচ জিতেছে, একটি ম্যাচ টাই ও একটি নো-রেজাল্ট হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের দল:
সালমান আলি আঘা (ক্যাপ্টেন), আবরার আহমদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মিরজা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
আকাশ নিউজ ডেস্ক 
























