ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক :  

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আরও স্পষ্ট অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ফের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট করেছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না।

এর আগে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। ওই সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো নড়চড় আসেনি। বিসিবি অনড় থাকে নিজেদের অবস্থানে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাফ জানিয়ে দেন, ‘নিরাপত্তা প্রশ্নে কোনো আপস হবে না। বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।’

এরপরই নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে ই-মেইলের মাধ্যমে আইসিসিকে আবার চিঠি পাঠায় বিসিবি। চিঠিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির দায়িত্ব এই কমিটির।

বিসিবির আশা, আইসিসি বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটির কাছে পাঠাবে। তবে এ পর্যন্ত আইসিসির পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। একইভাবে পুরো বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানে, তাহলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল। এরপর ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও কলকাতাতেই নির্ধারিত ছিল। পরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলংকায় শুটিং ফেলে কক্সবাজারে শাকিব খান

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

আপডেট সময় ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :  

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আরও স্পষ্ট অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ফের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট করেছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না।

এর আগে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। ওই সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো নড়চড় আসেনি। বিসিবি অনড় থাকে নিজেদের অবস্থানে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাফ জানিয়ে দেন, ‘নিরাপত্তা প্রশ্নে কোনো আপস হবে না। বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।’

এরপরই নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে ই-মেইলের মাধ্যমে আইসিসিকে আবার চিঠি পাঠায় বিসিবি। চিঠিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির দায়িত্ব এই কমিটির।

বিসিবির আশা, আইসিসি বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটির কাছে পাঠাবে। তবে এ পর্যন্ত আইসিসির পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। একইভাবে পুরো বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানে, তাহলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল। এরপর ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও কলকাতাতেই নির্ধারিত ছিল। পরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের।