ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। তাঁর রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি। এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে ‘ড. মারুফ ভিলা’ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মোশাররফ হোসেন।

দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে ড. মোশাররফ বলেন, তাঁর নেতৃত্ব ও আদর্শের গুণাবলী বর্ণনা করা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। দেশের কল্যাণে দেশনেত্রীর হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত দেখে মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে দলের নেতাকর্মীদের গভীরভাবে অনুসরণ করতে হবে। তাহলেই সুস্থ ধারার পরিচ্ছন্ন রাজনীতি বিকশিত হবে।

তিনি বলেন, জাতীয় স্বার্থের বাইরে বেগম খালেদা জিয়া কখনও কাউকে ছাড় দেননি। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সুদূরপ্রসারী। তিনি শুধু একটি দলের নেত্রী নয়, ছিলেন দলমত নির্বিশেষে আপামর জনগণের নেত্রী। তাঁর আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সকলের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রূহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাক সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

আপডেট সময় ০৪:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। তাঁর রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি। এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে ‘ড. মারুফ ভিলা’ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মোশাররফ হোসেন।

দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে ড. মোশাররফ বলেন, তাঁর নেতৃত্ব ও আদর্শের গুণাবলী বর্ণনা করা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। দেশের কল্যাণে দেশনেত্রীর হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত দেখে মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে দলের নেতাকর্মীদের গভীরভাবে অনুসরণ করতে হবে। তাহলেই সুস্থ ধারার পরিচ্ছন্ন রাজনীতি বিকশিত হবে।

তিনি বলেন, জাতীয় স্বার্থের বাইরে বেগম খালেদা জিয়া কখনও কাউকে ছাড় দেননি। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সুদূরপ্রসারী। তিনি শুধু একটি দলের নেত্রী নয়, ছিলেন দলমত নির্বিশেষে আপামর জনগণের নেত্রী। তাঁর আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সকলের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রূহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাক সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।