ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম

রক্তচাপের ওঠানামা: কেন সব সময় এক থাকে না

আকাশ জাতীয় ডেস্ক :  

রক্তচাপ একটি পরিবর্তনশীল শারীরিক মান। অনেকেই মনে করেন, রক্তচাপ সব সময় একই থাকার কথা। বাস্তবে এটি দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। সারাবিশ্বে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন; যা নীরবে হৃৎপিণ্ড, কিডনি ও চোখের গুরুতর ক্ষতি করতে পারে।

রক্তচাপের দুটি অংশ রয়েছে– সিস্টোলিক ও ডায়াস্টোলিক। সাধারণভাবে সিস্টোলিক ১৪০ এবং ডায়াস্টোলিক ৯০ মিলিমিটার পারদের বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। তবে একজন মানুষের রক্তচাপ সকাল, দুপুর ও রাতের সময়ে ভিন্ন হতে পারে।

মানসিক চাপ, উদ্বেগ, উত্তেজনা, শারীরিক পরিশ্রম, হাসি, কথা বলা এমনকি যৌনক্রিয়াও রক্তচাপ বাড়াতে পারে। খাবার গ্রহণের আগে ও পরে রক্তচাপে তারতম্য দেখা যায়। অনেক সময় চিকিৎসকের চেম্বারে রক্তচাপ মাপলে তা স্বাভাবিকের চেয়ে বেশি আসে, যাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলা হয়।

শরীরের অবস্থানও রক্তচাপের ওপর প্রভাব ফেলে। শোয়া অবস্থায় রক্তচাপ তুলনামূলক বেশি থাকে; দাঁড়ালে কিছুটা কমে যায়। আদর্শভাবে বসা অবস্থায়, পিঠ সোজা রেখে, হাত হৃৎপিণ্ডের সমান উচ্চতায় রেখে রক্তচাপ মাপা উচিত।

সঠিক রক্তচাপ পরিমাপের জন্য সকালে ঘুম থেকে উঠে বিশ্রাম নিয়ে চা-কফি বা ওষুধ গ্রহণের আগে রক্তচাপ মাপা উত্তম। পরপর দুবার মেপে গড় হিসাব নেওয়া ভালো। ভুল পদ্ধতিতে রক্তচাপ মাপলে অপ্রয়োজনীয় চিকিৎসা শুরু হতে পারে। তাই নিয়ম জানা অত্যন্ত জরুরি।

লেখক : মেডিসিন বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তচাপের ওঠানামা: কেন সব সময় এক থাকে না

আপডেট সময় ১০:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :  

রক্তচাপ একটি পরিবর্তনশীল শারীরিক মান। অনেকেই মনে করেন, রক্তচাপ সব সময় একই থাকার কথা। বাস্তবে এটি দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। সারাবিশ্বে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন; যা নীরবে হৃৎপিণ্ড, কিডনি ও চোখের গুরুতর ক্ষতি করতে পারে।

রক্তচাপের দুটি অংশ রয়েছে– সিস্টোলিক ও ডায়াস্টোলিক। সাধারণভাবে সিস্টোলিক ১৪০ এবং ডায়াস্টোলিক ৯০ মিলিমিটার পারদের বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। তবে একজন মানুষের রক্তচাপ সকাল, দুপুর ও রাতের সময়ে ভিন্ন হতে পারে।

মানসিক চাপ, উদ্বেগ, উত্তেজনা, শারীরিক পরিশ্রম, হাসি, কথা বলা এমনকি যৌনক্রিয়াও রক্তচাপ বাড়াতে পারে। খাবার গ্রহণের আগে ও পরে রক্তচাপে তারতম্য দেখা যায়। অনেক সময় চিকিৎসকের চেম্বারে রক্তচাপ মাপলে তা স্বাভাবিকের চেয়ে বেশি আসে, যাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলা হয়।

শরীরের অবস্থানও রক্তচাপের ওপর প্রভাব ফেলে। শোয়া অবস্থায় রক্তচাপ তুলনামূলক বেশি থাকে; দাঁড়ালে কিছুটা কমে যায়। আদর্শভাবে বসা অবস্থায়, পিঠ সোজা রেখে, হাত হৃৎপিণ্ডের সমান উচ্চতায় রেখে রক্তচাপ মাপা উচিত।

সঠিক রক্তচাপ পরিমাপের জন্য সকালে ঘুম থেকে উঠে বিশ্রাম নিয়ে চা-কফি বা ওষুধ গ্রহণের আগে রক্তচাপ মাপা উত্তম। পরপর দুবার মেপে গড় হিসাব নেওয়া ভালো। ভুল পদ্ধতিতে রক্তচাপ মাপলে অপ্রয়োজনীয় চিকিৎসা শুরু হতে পারে। তাই নিয়ম জানা অত্যন্ত জরুরি।

লেখক : মেডিসিন বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট।