ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো ধরনের সমঝোতা করব না : মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে কোনো ধরনের সমঝোতা করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। একাধিক আসন অন্য দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করব না।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগর দাওয়াতুল কোরআন মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আসন সমঝোতায় অংশ নেওয়ার অর্থ একেবারে খালি হাতে ফিরে যাওয়া নয়। খেলাফত মজলিসের কিছু আসনে শক্ত অবস্থান রয়েছে এবং সেসব আসন ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি জানান, এখনো অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য অটুট রয়েছে এবং সেই ঐক্যের ভিত্তিতেই দাবিকৃত আসনগুলো পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি খেলাফত মজলিসের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ারের জন্য এ আসনটি অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। সর্বোচ্চ ছাড় দেওয়ার পরও এ আসন নিয়ে কোনো সিদ্ধান্ত বদলায়নি।

তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির বৈঠকে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি যে নারায়ণগঞ্জ-৪ আসন অন্য কোনো দলের জন্য ছেড়ে দেওয়া হবে। এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রশ্নই নেই।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে মামুনুল হক বলেন, এই ধরনের কোনো আলোচনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের টেবিলে আলোচনায় আসেনি। টেবিলের আলোচনার বাইরে গিয়ে যদি কেউ আলাদাভাবে কোনো দলের সঙ্গে সমঝোতা করে, সে সমঝোতা দল মানবে না।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলের শক্ত অবস্থানের ওপর ভর করেই বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে নির্বাচনে অংশ নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো ধরনের সমঝোতা করব না : মামুনুল হক

আপডেট সময় ১০:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে কোনো ধরনের সমঝোতা করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। একাধিক আসন অন্য দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করব না।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগর দাওয়াতুল কোরআন মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আসন সমঝোতায় অংশ নেওয়ার অর্থ একেবারে খালি হাতে ফিরে যাওয়া নয়। খেলাফত মজলিসের কিছু আসনে শক্ত অবস্থান রয়েছে এবং সেসব আসন ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি জানান, এখনো অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য অটুট রয়েছে এবং সেই ঐক্যের ভিত্তিতেই দাবিকৃত আসনগুলো পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি খেলাফত মজলিসের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ারের জন্য এ আসনটি অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। সর্বোচ্চ ছাড় দেওয়ার পরও এ আসন নিয়ে কোনো সিদ্ধান্ত বদলায়নি।

তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির বৈঠকে এখন পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি যে নারায়ণগঞ্জ-৪ আসন অন্য কোনো দলের জন্য ছেড়ে দেওয়া হবে। এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রশ্নই নেই।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে মামুনুল হক বলেন, এই ধরনের কোনো আলোচনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের টেবিলে আলোচনায় আসেনি। টেবিলের আলোচনার বাইরে গিয়ে যদি কেউ আলাদাভাবে কোনো দলের সঙ্গে সমঝোতা করে, সে সমঝোতা দল মানবে না।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলের শক্ত অবস্থানের ওপর ভর করেই বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে নির্বাচনে অংশ নেবে।