ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

রাজধানীর মোহাম্মদপুরে দোকান কেটে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা চুরি

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

সোমবার ভোর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের শাটার কেটে এবং কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

দোকানটির মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল দশটার দিকে দোকান খুলতে এসে দেখতে পান কেচিগেট ও শাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নেই।

তিনি বলেন, দোকানে নিজের পঞ্চাশ ভরি স্বর্ণ এবং বন্ধকি হিসেবে রাখা আরও বিশ ভরি স্বর্ণ ছিল। তাঁর দাবি অনুযায়ী, চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি চুয়ান্ন লাখ টাকা। পাশাপাশি ছয়শ ভরি রুপার দাম প্রায় একুশ লাখ ষাট হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা একুশ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে ঢোকে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে আনে। কিছু সময় দোকানের ভেতরে অবস্থান করার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে দোকান কেটে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা চুরি

আপডেট সময় ০১:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

সোমবার ভোর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের শাটার কেটে এবং কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে।

দোকানটির মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল দশটার দিকে দোকান খুলতে এসে দেখতে পান কেচিগেট ও শাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নেই।

তিনি বলেন, দোকানে নিজের পঞ্চাশ ভরি স্বর্ণ এবং বন্ধকি হিসেবে রাখা আরও বিশ ভরি স্বর্ণ ছিল। তাঁর দাবি অনুযায়ী, চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি চুয়ান্ন লাখ টাকা। পাশাপাশি ছয়শ ভরি রুপার দাম প্রায় একুশ লাখ ষাট হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা একুশ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে ঢোকে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে আনে। কিছু সময় দোকানের ভেতরে অবস্থান করার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলছে।