ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা

তাসকিনকে ডাকছে পিএসএল

আকাশ স্পোর্টস ডেস্ক :

তাসকিন আহমেদ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে গড়ে ফেলেছেন টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ডও। এমন ছন্দে থাকা তাসকিনকে পাকিস্তান সুপার লিগে নিয়ে যেতে চাইছেন দলটির পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ।

তাসকিন ২০২৪ সালটা বাংলাদেশের সেরা উইকেট শিকারি হয়ে শেষ করেছেন। সব ফরম্যাট মিলিয়ে তিনি ১৯.২৩ গড়ে তুলে নিয়েছেন ৬৩ উইকেট। ২০২৫ সালও শুরু করেছেন দারুণভাবে, প্রথম ম্যাচেই ঢাকার বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়েছেন। তার আগে পরে বিপিএলে ৪ ম্যাচ খেলে ১২ উইকেট তুলে নিয়েছেন দুর্বার রাজশাহীর হয়ে, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনিই এখন।

এমন সব কীর্তি ডাগ আউট থেকে বসে দেখছেন ইজাজ। তিনি এর আগে লাহোর কালান্দার্সের কোচিং প্যানেলে ছিলেন। তার বিশ্বাস পিএসএলেও দারুণ করবেন তাসকিন। সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি তার বিষয়ে লাহোর কালান্দার্সের কাছে কথা বলেছি। তারা তাকে পছন্দ করেছে, বিপিএলে কেমন করছে, তাও দেখছে তারা।’

ইজাজের আশা, তাসকিন পিএসএলে খেলতে পারবেন। তিনি বলেন, ‘আশা করছি সে সেখানে যাবে। পিএসএল থেকে আরও অনেক অভিজ্ঞতা নিয়ে আসবে। তার সঙ্গে কথা বলার জন্য আরও সময় পাওয়া যাবে।’

তাসকিন কেন আর সবার চেয়ে আলাদা, সেটাও জানালেন ইজাজ, ‘সে একজন জেনুইন ফাস্ট বোলার, স্ট্রাইক বোলার। তার মতো কাউকে দলে রাখতে পারলে আপনি তাকে উইকেট তোলার জন্য ব্যবহার করতে পারবেন, জুটি ভাঙার জন্য ব্যবহার করতে পারবেন। তাদের আক্রমণে আনার সময় আছে, বিশেষত যখন প্রতিপক্ষ ভালো করতে শুরু করে তখন আপনার একটা জুটি ভাঙার জন্য উইকেট শিকারি বোলারের দরকার পড়ে, তখনই আপনি তাসকিনের মতো কাউকে আক্রমণে আনবেন। দুটো উইকেট পড়ে গেলেই চাপটা চলে আসে, তারপর যে কোনো কিছুই হতে পারে। আমার চোখে তাসকিন তেমন বোলার। সে ভালো খেলোয়াড়, বোলিংও ভালো করে। আশা করছি বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে খেলতে পারবে সে।’

তাসকিন নিজেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে নিজের দক্ষতা বাড়ানোয় আশাবাদী। তিনি বলেন, ‘আমি শুনেছি এমন কথা। এমনকি মোহাম্মদ হারিস (পাকিস্তানি ক্রিকেটার) তা জানিয়েছেও আমাকে। সে বলেছে, সে আমার কথা পেশোয়ার জালমিকে বলবে। দেখা যাক ১৩ তারিখ কী হয়!’

বাংলাদেশের বাইরে তাসকিন স্রেফ জিম আফ্রো টি-টেন আর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেয়েছেন একাধিকবার। কাউন্টির প্রস্তাবও পেয়েছিলেন তিনি, তবে বিসিবির এনওসি না পাওয়ায় তার আর যাওয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম

তাসকিনকে ডাকছে পিএসএল

আপডেট সময় ০২:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

আকাশ স্পোর্টস ডেস্ক :

তাসকিন আহমেদ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে গড়ে ফেলেছেন টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ডও। এমন ছন্দে থাকা তাসকিনকে পাকিস্তান সুপার লিগে নিয়ে যেতে চাইছেন দলটির পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ।

তাসকিন ২০২৪ সালটা বাংলাদেশের সেরা উইকেট শিকারি হয়ে শেষ করেছেন। সব ফরম্যাট মিলিয়ে তিনি ১৯.২৩ গড়ে তুলে নিয়েছেন ৬৩ উইকেট। ২০২৫ সালও শুরু করেছেন দারুণভাবে, প্রথম ম্যাচেই ঢাকার বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়েছেন। তার আগে পরে বিপিএলে ৪ ম্যাচ খেলে ১২ উইকেট তুলে নিয়েছেন দুর্বার রাজশাহীর হয়ে, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনিই এখন।

এমন সব কীর্তি ডাগ আউট থেকে বসে দেখছেন ইজাজ। তিনি এর আগে লাহোর কালান্দার্সের কোচিং প্যানেলে ছিলেন। তার বিশ্বাস পিএসএলেও দারুণ করবেন তাসকিন। সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি তার বিষয়ে লাহোর কালান্দার্সের কাছে কথা বলেছি। তারা তাকে পছন্দ করেছে, বিপিএলে কেমন করছে, তাও দেখছে তারা।’

ইজাজের আশা, তাসকিন পিএসএলে খেলতে পারবেন। তিনি বলেন, ‘আশা করছি সে সেখানে যাবে। পিএসএল থেকে আরও অনেক অভিজ্ঞতা নিয়ে আসবে। তার সঙ্গে কথা বলার জন্য আরও সময় পাওয়া যাবে।’

তাসকিন কেন আর সবার চেয়ে আলাদা, সেটাও জানালেন ইজাজ, ‘সে একজন জেনুইন ফাস্ট বোলার, স্ট্রাইক বোলার। তার মতো কাউকে দলে রাখতে পারলে আপনি তাকে উইকেট তোলার জন্য ব্যবহার করতে পারবেন, জুটি ভাঙার জন্য ব্যবহার করতে পারবেন। তাদের আক্রমণে আনার সময় আছে, বিশেষত যখন প্রতিপক্ষ ভালো করতে শুরু করে তখন আপনার একটা জুটি ভাঙার জন্য উইকেট শিকারি বোলারের দরকার পড়ে, তখনই আপনি তাসকিনের মতো কাউকে আক্রমণে আনবেন। দুটো উইকেট পড়ে গেলেই চাপটা চলে আসে, তারপর যে কোনো কিছুই হতে পারে। আমার চোখে তাসকিন তেমন বোলার। সে ভালো খেলোয়াড়, বোলিংও ভালো করে। আশা করছি বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে খেলতে পারবে সে।’

তাসকিন নিজেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে নিজের দক্ষতা বাড়ানোয় আশাবাদী। তিনি বলেন, ‘আমি শুনেছি এমন কথা। এমনকি মোহাম্মদ হারিস (পাকিস্তানি ক্রিকেটার) তা জানিয়েছেও আমাকে। সে বলেছে, সে আমার কথা পেশোয়ার জালমিকে বলবে। দেখা যাক ১৩ তারিখ কী হয়!’

বাংলাদেশের বাইরে তাসকিন স্রেফ জিম আফ্রো টি-টেন আর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেয়েছেন একাধিকবার। কাউন্টির প্রস্তাবও পেয়েছিলেন তিনি, তবে বিসিবির এনওসি না পাওয়ায় তার আর যাওয়া হয়নি।