ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষক অপহরণ, গুলিবিদ্ধ ৩

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকা থেকে ফাঁকাগুলি বর্ষণ করে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করা হয়েছে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫), ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

খবর পেয়ে ভিকটিমদের উদ্ধারে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে গেলে ডাকাত দল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

বুধবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হন এবং তাকে পুলিশে সোপর্দ করেন।

আটক অপহরণকারী ওই এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭)।

স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক জানান, পুলিশের একার পক্ষে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা সম্ভব নয়। যৌথবাহিনীর টিম গঠন করে অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে। তাই অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

হোয়াইক্যং র‌্যাব-১৫ সিপিসি-২ এর অধিনায়ক লে. কমান্ডার নাদিয়াত বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে র‌্যাবের একটি টিম খোঁজখবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন আমিও ঘটনাস্থলে পৌঁছেছি। র‌্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে ভিকটিমদের উদ্ধারে কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষক অপহরণ, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় ১০:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকা থেকে ফাঁকাগুলি বর্ষণ করে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করা হয়েছে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫), ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

খবর পেয়ে ভিকটিমদের উদ্ধারে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে গেলে ডাকাত দল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

বুধবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হন এবং তাকে পুলিশে সোপর্দ করেন।

আটক অপহরণকারী ওই এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭)।

স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক জানান, পুলিশের একার পক্ষে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা সম্ভব নয়। যৌথবাহিনীর টিম গঠন করে অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে। তাই অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

হোয়াইক্যং র‌্যাব-১৫ সিপিসি-২ এর অধিনায়ক লে. কমান্ডার নাদিয়াত বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে র‌্যাবের একটি টিম খোঁজখবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন আমিও ঘটনাস্থলে পৌঁছেছি। র‌্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে ভিকটিমদের উদ্ধারে কাজ করছি।