ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কেমিক্যাল ছাড়ুন! বাড়িতেই তৈরি করুন লিপ গ্লস

অাকাশ নিউজ ডেস্ক:

নারী সৌন্দর্য্যের রহস্য লুকিয়ে থাকে তার চুলে, ত্বকে। মেক আপে নিজেকে আড়ালে লুকিয়ে রেখে সুন্দরী হওয়ার থেকে সবাই চায় ত্বকের ন্যাচারাল গ্লো। আর মসৃন ত্বকের থেকে নরম ঠোঁট কখনও বাদ যায় না।

তাই সুন্দর ঠোঁটে মোহময়ী হয়ে উঠতে রাস্পবেরির যাদুর তুলনা নেই, প্রাকৃতিক উপায়ে নিজের ঠোঁটকে সুন্দর রাখার জন্য নারকেল তেলের সাথে রাস্পবেরির মিশ্রণ ঠোঁটে রোজ লাগিয়ে রাখলে মাত্র সাত দিনেই পাওয়া যেতে পারে নরম লাল ঠোঁট। ন্যাচারালি ঠোঁটে তৈরী হয় লালচে ঔজ্জ্বল্য, ঠিক লিপগ্লসের এফেক্ট আসে। একটা সহজ উপায় তৈরী করা যেতে পারে নারকেল তেল আর রাস্পবেরির একটি মিশ্রণ। মিশ্রণটি ঠোঁটে লাগালে নরম লাল আর উজ্জ্বল হয় ঠোঁট।

মিশ্রণটি বানানোর সহজ উপায় হল, একটি পাত্রে নারকেল তেল নিয়ে, সেই নারকেল তেল উষ্ণ করে তরল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তার পর ঠান্ডা রাস্পবেরি সেই তেলে দিয়ে মিক্সি করে নিতে হবে। তার পর সেই মিক্সচারটা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর লিপগ্লস ব্রাস দিয়ে ঠোঁটে লাগালে সাত দিনের মধ্যে পেতে পারেন মসৃণ সুন্দর ঠোঁট। রাস্পবেড়ি অনেক রকমের হয়, তবে শুধুমাত্র লাল রঙের রাস্পবেরি ঠোঁটের সৌন্দর্য্য বাড়ায়। রাস্পবেরির নাম দক্ষিণের দেশে তেমন পরিচিত নাম নয়, রাশিয়া, পোল্যান্ডের বেশ কিছু জায়গায় রাস্পবেড়ির ফলন হয়। লাল রঙের ঠোঁটের এই প্রাকৃতিক লিপ্সটিক সত্যিই অসাধারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কেমিক্যাল ছাড়ুন! বাড়িতেই তৈরি করুন লিপ গ্লস

আপডেট সময় ১২:১৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

নারী সৌন্দর্য্যের রহস্য লুকিয়ে থাকে তার চুলে, ত্বকে। মেক আপে নিজেকে আড়ালে লুকিয়ে রেখে সুন্দরী হওয়ার থেকে সবাই চায় ত্বকের ন্যাচারাল গ্লো। আর মসৃন ত্বকের থেকে নরম ঠোঁট কখনও বাদ যায় না।

তাই সুন্দর ঠোঁটে মোহময়ী হয়ে উঠতে রাস্পবেরির যাদুর তুলনা নেই, প্রাকৃতিক উপায়ে নিজের ঠোঁটকে সুন্দর রাখার জন্য নারকেল তেলের সাথে রাস্পবেরির মিশ্রণ ঠোঁটে রোজ লাগিয়ে রাখলে মাত্র সাত দিনেই পাওয়া যেতে পারে নরম লাল ঠোঁট। ন্যাচারালি ঠোঁটে তৈরী হয় লালচে ঔজ্জ্বল্য, ঠিক লিপগ্লসের এফেক্ট আসে। একটা সহজ উপায় তৈরী করা যেতে পারে নারকেল তেল আর রাস্পবেরির একটি মিশ্রণ। মিশ্রণটি ঠোঁটে লাগালে নরম লাল আর উজ্জ্বল হয় ঠোঁট।

মিশ্রণটি বানানোর সহজ উপায় হল, একটি পাত্রে নারকেল তেল নিয়ে, সেই নারকেল তেল উষ্ণ করে তরল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তার পর ঠান্ডা রাস্পবেরি সেই তেলে দিয়ে মিক্সি করে নিতে হবে। তার পর সেই মিক্সচারটা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর লিপগ্লস ব্রাস দিয়ে ঠোঁটে লাগালে সাত দিনের মধ্যে পেতে পারেন মসৃণ সুন্দর ঠোঁট। রাস্পবেড়ি অনেক রকমের হয়, তবে শুধুমাত্র লাল রঙের রাস্পবেরি ঠোঁটের সৌন্দর্য্য বাড়ায়। রাস্পবেরির নাম দক্ষিণের দেশে তেমন পরিচিত নাম নয়, রাশিয়া, পোল্যান্ডের বেশ কিছু জায়গায় রাস্পবেড়ির ফলন হয়। লাল রঙের ঠোঁটের এই প্রাকৃতিক লিপ্সটিক সত্যিই অসাধারণ।