ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

একবার ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করার সুযোগ চায় নুরের দল

আকাশ জাতীয় ডেস্ক

একবার ক্ষমতায় এসে দেশটাকে গড়ার সুযোগ চেয়েছে গণঅধিকার পরিষদ।দেশবাসীর উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে।

শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটি। দুপুরে ১২টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও পায়রা উড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাশেদ খাঁন বলেন, ‘২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের পথচলা। চলার পথে হাজারো প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আমরা থেমে যাইনি। ছাত্র অধিকার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান। আমরা ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি।গণঅভ্যুত্থানে কেন নুরুল হক নুরকে গ্রেফতার করা হলো? অনেক ইতিহাস লেখা বা বলা যায় না। ইতিহাসের পেছনে ইতিহাস থাকে। সেই ইতিহাস সৃষ্টির মাধ্যমেই আমাদের অগ্রযাত্রা এবং রাজনৈতিক দল গঠনের ৩য় বছর শেষে ৪র্থ বছরে পদার্পণ। এই সময়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের আন্দোলন-সংগ্রাম তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে চারিদিকে গণঅধিকার পরিষদের জোয়ার। আমরা জনগণের কাছে সুযোগ চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে। গণমানুষের দল গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানাই।’

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ,পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একবার ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করার সুযোগ চায় নুরের দল

আপডেট সময় ১০:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক

একবার ক্ষমতায় এসে দেশটাকে গড়ার সুযোগ চেয়েছে গণঅধিকার পরিষদ।দেশবাসীর উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে।

শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটি। দুপুরে ১২টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও পায়রা উড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাশেদ খাঁন বলেন, ‘২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের পথচলা। চলার পথে হাজারো প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আমরা থেমে যাইনি। ছাত্র অধিকার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান। আমরা ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি।গণঅভ্যুত্থানে কেন নুরুল হক নুরকে গ্রেফতার করা হলো? অনেক ইতিহাস লেখা বা বলা যায় না। ইতিহাসের পেছনে ইতিহাস থাকে। সেই ইতিহাস সৃষ্টির মাধ্যমেই আমাদের অগ্রযাত্রা এবং রাজনৈতিক দল গঠনের ৩য় বছর শেষে ৪র্থ বছরে পদার্পণ। এই সময়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের আন্দোলন-সংগ্রাম তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে চারিদিকে গণঅধিকার পরিষদের জোয়ার। আমরা জনগণের কাছে সুযোগ চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে। গণমানুষের দল গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানাই।’

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ,পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।