ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

পায়ের যত্নে কোনো অবহেলা নয়

আকাশ নিউজ ডেস্ক :

যদি আমাদের দেহের কোনো একটি অংশ সবচেয়ে বেশি ব্যবহার করি, তা সম্ভবত পা। একবার ভাবুন তো! ‘পা আমাদের শরীরের ভিত্তি।’ পায়ের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি অস্বস্তি এড়াতে পারেন, গতিশীলতা বজায় রাখতে পারেন এবং সক্রিয় জীবনধারা উপভোগ করতে পারেন। কিন্তু পায়ের যত্নে আমরা বেশ উদাসীন। অন্যদিকে ত্বকের যত্নে আমরা অনেক বেশি সচেতন। যেমন- নানা রকম সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন কত শত আয়োজনে আমরা ত্বককে সাজাই। কিন্তু ‘পা’-এর ক্ষেত্রে! ‘নো কেয়ার’; অর্থাৎ সামগ্রিক অবহেলা। ফলে অযত্নে হাত-পা ও মুখের ত্বকের পার্থক্য হয়ে ওঠে আকাশ পাতাল। অথচ ঘরে বসেই পায়ের যত নেওয়া সম্ভব।

চলুন জেনে নিই পদ্ধতিগুলো :

#. সপ্তাহে অন্তত এক দিন হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। এতে নখের কোণে জমে থাকা ময়লা সব ধুয়ে যাবে। পানিতে মিশিয়ে নিন লেবুর রস ও বেকিং সোডা। এতে শুধু পায়ের ত্বক পরিষ্কারই হবে না, সেই সঙ্গে ট্যানও উঠে যাবে।

#. পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন পায়ের ত্বকে। পায়ের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে নানা সমস্যা দেখা দেয়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
#. স্ক্রাবিং শুধু মুখে নয়, পায়ের ত্বকেও জরুরি। এতে ত্বকের দাগছোপ, ট্যান কমে যায়। বাড়িতেই স্ক্রাব করে নিতে পারেন খুব সহজে। কফি ও মধু বেশ কার্যকরী স্ক্রাব।

#. ‘ইনগ্রাউন নেইল’ এড়াতে পায়ের নখগুলো সোজা করে ছেঁটে নিন। আগা মসৃণ করতে ফাইল ব্যবহার করুন। মাঝারি দৈর্ঘ্যে নখ রাখলে ভাঙার ঝুঁকি কমে যায়।

#.পাশাপাশি ‘পা’ ঢাকা জুতা পরার অভ্যাস করা ভালো। এতে পা সুরক্ষিত থাকে। ধুলোবালি থেকেও দূরে থাকে পা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

পায়ের যত্নে কোনো অবহেলা নয়

আপডেট সময় ০৮:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আকাশ নিউজ ডেস্ক :

যদি আমাদের দেহের কোনো একটি অংশ সবচেয়ে বেশি ব্যবহার করি, তা সম্ভবত পা। একবার ভাবুন তো! ‘পা আমাদের শরীরের ভিত্তি।’ পায়ের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি অস্বস্তি এড়াতে পারেন, গতিশীলতা বজায় রাখতে পারেন এবং সক্রিয় জীবনধারা উপভোগ করতে পারেন। কিন্তু পায়ের যত্নে আমরা বেশ উদাসীন। অন্যদিকে ত্বকের যত্নে আমরা অনেক বেশি সচেতন। যেমন- নানা রকম সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন কত শত আয়োজনে আমরা ত্বককে সাজাই। কিন্তু ‘পা’-এর ক্ষেত্রে! ‘নো কেয়ার’; অর্থাৎ সামগ্রিক অবহেলা। ফলে অযত্নে হাত-পা ও মুখের ত্বকের পার্থক্য হয়ে ওঠে আকাশ পাতাল। অথচ ঘরে বসেই পায়ের যত নেওয়া সম্ভব।

চলুন জেনে নিই পদ্ধতিগুলো :

#. সপ্তাহে অন্তত এক দিন হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। এতে নখের কোণে জমে থাকা ময়লা সব ধুয়ে যাবে। পানিতে মিশিয়ে নিন লেবুর রস ও বেকিং সোডা। এতে শুধু পায়ের ত্বক পরিষ্কারই হবে না, সেই সঙ্গে ট্যানও উঠে যাবে।

#. পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন পায়ের ত্বকে। পায়ের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে নানা সমস্যা দেখা দেয়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
#. স্ক্রাবিং শুধু মুখে নয়, পায়ের ত্বকেও জরুরি। এতে ত্বকের দাগছোপ, ট্যান কমে যায়। বাড়িতেই স্ক্রাব করে নিতে পারেন খুব সহজে। কফি ও মধু বেশ কার্যকরী স্ক্রাব।

#. ‘ইনগ্রাউন নেইল’ এড়াতে পায়ের নখগুলো সোজা করে ছেঁটে নিন। আগা মসৃণ করতে ফাইল ব্যবহার করুন। মাঝারি দৈর্ঘ্যে নখ রাখলে ভাঙার ঝুঁকি কমে যায়।

#.পাশাপাশি ‘পা’ ঢাকা জুতা পরার অভ্যাস করা ভালো। এতে পা সুরক্ষিত থাকে। ধুলোবালি থেকেও দূরে থাকে পা।