আকাশ জাতীয় ডেস্ক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে দলটি।
শনিবার রাতে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও ১৫ মিনিটের মধ্যে এ কর্মসূচি শেষ করেছেন দলটির নেতাকর্মীরা।
নয়াপল্টনে এ কর্মসূচির প্রায় একই সময়ে একই দাবিতে রাজধানীর বনানীতেও বিএনপির প্রদীপ প্রজ্বালন কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার আগেই বনানীর কামাল আতাতুর্ক সড়কের এক পাশ (যেখানে বিএনপির কর্মসূচি ছিল) দখলে নিয়ে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা বিএনপির কর্মীদের ওপরে হামলা চালান।
নয়াপল্টনের কর্মসূচিতে অংশ নিতে বিকাল সাড়ে ৫টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শোডাউন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর পর্যায়ক্রমে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।
সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দেওয়া শুরু করেন মির্জা ফখরুল। এরপর সন্ধ্যা সাতটার দিকে নিজে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীদেরও মোমবাতি জ্বালানোর অনুরোধ করেন।
এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা দেন মির্জা ফখরুল। তবে কী কারণে এক ঘণ্টার কর্মসূচি ১৫ মিনিটের মধ্যে শেষ করা হয়েছে, এ বিষয়ে কিছুই বলেননি ফখরুল।
অবশ্য কর্মসূচি শুরুর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম ঘোষণা দেন, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে তারা এ কর্মসূচি পালন করবেন। এ জন্য তিনি দলের নেতাকর্মীদের ধৈর্যসহ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় রয়েছেন দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। এসময় বিএনপির নেতা খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কাজী রওনাকুল ইসলাম টিপু, আমিনুল ইসলাম, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল ঢাকা দক্ষিণের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র করে আজ শনিবারও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শুরুর আগেই দলের নেতা–কর্মীরা রাস্তার মধ্যে এসে সারবদ্ধভাবে দাঁড়িয়ে যান। কর্মসূচি শুরুর পর ২০ থেকে ২৫ মিনিট এই পথে যান চলাচলে বাধার সৃষ্টি হয়।
এর আগে ঢাকার ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়ে কর্মসূচির যে তালিকা গণমাধ্যমকে দেওয়া হয়েছিল, তাতেও উল্লেখ করা ছিল যে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি শুরুর ১৫ মিনিট আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর আসে, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর নোয়াখালীতে হামলা হয়েছে। মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে থেকে এ হামলার নিন্দা জানানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















