আকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
বোর্ডের একাধিক সদস্য রিপনের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এতে বোর্ডের অধিকাংশ সদস্যই উপস্থিত আছেন। আজকের বৈঠকে ৬১ জেলার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















