আকাশ জাতীয় ডেস্ক:
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে কিংবদন্তি সংগীতজ্ঞ, গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে তাকে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়েছে। শুরুতে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল ১১টায় তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়। মরদেহে শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের জনসাধারণ।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএফডিসিতে নেওয়া হবে তার মরদেহ। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজা। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে এই কিংবদন্তিকে।
আকাশ নিউজ ডেস্ক 




















