ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

গবেষণায় যথাযথ বরাদ্দ থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

গবেষণার মাধ্যমে মানব সভ্যতার বিকাশ হয়েছে উল্লেখ করে এর জন্য যথাযথ বরাদ্দ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে গবেষণা কার্যক্রমে মনোনীত ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণার মাধ্যমে এই সভ্যতা এগিয়ে গেছে। পৃথিবীর বেশিরভাগ উন্নয়ন বিগত ৩০০ বছরে বা ৪০০ বছরে হয়েছে। শেষ ৪০০ বছরেই পৃথিবী এগিয়ে গেছে। গবেষণার মাধ্যমেই মানব সভ্যতার বিকাশ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দেশে গবেষণা নেই, সেই দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণা করা হয়েছিল বলেই আজকে ওষুধ তৈরি হয়েছে। আগে তো ওষুধ ছিল না। আমরা জানতাম গাছপালা থেকে ওষুধ তৈরি হয়। গবেষণার কারণে এখন গাছপালার পাশাপাশি কেমিক্যাল থেকেও ওষুধ তৈরি হয়।

বাংলাদেশে গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, গবেষণার জন্য প্রয়োজনীয় এবং যথাযথ বরাদ্দ থাকতে হবে। প্রয়োজন ৩০ লাখ সেখানে ৫ লাখ টাকা দিলে, সেই গবেষণা অসম্পূর্ণ থেকে যাবে। প্রত্যেক দেশের সমস্যা একরকম নয়। এখন আমাদের দেশে অসংক্রামক রোগ কেন বাড়ছে সেই বিষয়ে গবেষণা হওয়া দরকার। দেশের জাতীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে, জনকল্যাণে আমাদের গবেষণা করা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

গবেষণায় যথাযথ বরাদ্দ থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:  

গবেষণার মাধ্যমে মানব সভ্যতার বিকাশ হয়েছে উল্লেখ করে এর জন্য যথাযথ বরাদ্দ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে গবেষণা কার্যক্রমে মনোনীত ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণার মাধ্যমে এই সভ্যতা এগিয়ে গেছে। পৃথিবীর বেশিরভাগ উন্নয়ন বিগত ৩০০ বছরে বা ৪০০ বছরে হয়েছে। শেষ ৪০০ বছরেই পৃথিবী এগিয়ে গেছে। গবেষণার মাধ্যমেই মানব সভ্যতার বিকাশ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দেশে গবেষণা নেই, সেই দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণা করা হয়েছিল বলেই আজকে ওষুধ তৈরি হয়েছে। আগে তো ওষুধ ছিল না। আমরা জানতাম গাছপালা থেকে ওষুধ তৈরি হয়। গবেষণার কারণে এখন গাছপালার পাশাপাশি কেমিক্যাল থেকেও ওষুধ তৈরি হয়।

বাংলাদেশে গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, গবেষণার জন্য প্রয়োজনীয় এবং যথাযথ বরাদ্দ থাকতে হবে। প্রয়োজন ৩০ লাখ সেখানে ৫ লাখ টাকা দিলে, সেই গবেষণা অসম্পূর্ণ থেকে যাবে। প্রত্যেক দেশের সমস্যা একরকম নয়। এখন আমাদের দেশে অসংক্রামক রোগ কেন বাড়ছে সেই বিষয়ে গবেষণা হওয়া দরকার। দেশের জাতীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে, জনকল্যাণে আমাদের গবেষণা করা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল।