ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

কম্বোডিয়া ও নেপাল ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের ঘোষিত দলে আধিপত্য বজায় রাখছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বর্তমান চ্যাম্পিয়নদের থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার দলে ডাক পেয়েছেন। আবাহনী থেকে দলে এসেছেন তিনজন। শেখ রাসেল থেকেও দলে সুযোগ পেয়েছেন তিন জন। শেখ জামাল ক্লাবের দুইজন জাতীয় দলে ডাক পেয়েছেন।

কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে। ম্যাচগুলোকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল শুক্রবার (২৬ আগস্ট)। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ঢাকাতেই ক্যাম্প করবে বাংলাদেশ দল।

বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। কম্বোডিয়া ১৭৪তম ও নেপাল ১৭৬তম। নেপালের বিপক্ষে সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, রাউন্ড রবিন লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের স্মৃতি অবশ্য বাংলাদেশের জন্য আনন্দেরই। ২০১৯ সালের মার্চে প্রতিপক্ষের মাঠে রবিউল হাসানের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল দল।

একনজরে বাংলাদেশ দল: আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হসেন, সোহেল রানা, আতিকুর রহমান, মাশুক মিয়া, বিপ্লো আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, মাহফুজ হাসান, টুটুল হোসেন বাদশা, রাকিব হোসেন, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ নাঈম, রায়হান হাসান ইমন শাহরিয়া, সোহেল রানা, ঈসা ফয়সাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়া ও নেপাল ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আপডেট সময় ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের ঘোষিত দলে আধিপত্য বজায় রাখছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। বর্তমান চ্যাম্পিয়নদের থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার দলে ডাক পেয়েছেন। আবাহনী থেকে দলে এসেছেন তিনজন। শেখ রাসেল থেকেও দলে সুযোগ পেয়েছেন তিন জন। শেখ জামাল ক্লাবের দুইজন জাতীয় দলে ডাক পেয়েছেন।

কম্বোডিয়া এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে। ম্যাচগুলোকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল শুক্রবার (২৬ আগস্ট)। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ঢাকাতেই ক্যাম্প করবে বাংলাদেশ দল।

বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। কম্বোডিয়া ১৭৪তম ও নেপাল ১৭৬তম। নেপালের বিপক্ষে সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, রাউন্ড রবিন লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচের স্মৃতি অবশ্য বাংলাদেশের জন্য আনন্দেরই। ২০১৯ সালের মার্চে প্রতিপক্ষের মাঠে রবিউল হাসানের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল দল।

একনজরে বাংলাদেশ দল: আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হসেন, সোহেল রানা, আতিকুর রহমান, মাশুক মিয়া, বিপ্লো আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, মাহফুজ হাসান, টুটুল হোসেন বাদশা, রাকিব হোসেন, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ নাঈম, রায়হান হাসান ইমন শাহরিয়া, সোহেল রানা, ঈসা ফয়সাল।