অাকাশ জাতীয় ডেস্ক:
মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছে। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আবুল হাসান মাহমুদ আলী বলেন, মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে তাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। খুব শিগগিরই দু’দেশ মিলে ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এরপর যত দ্রুত সম্ভব তারা কাজ শুরু করবে। এছাড়া আমরা রোহিঙ্গাদের সবাইকে শান্তিপূর্ণভাবে তাদের দেশে ফেরত পাঠাতে পারব বলে আশাবাদী।
তিনি বলেন, বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো ট্রলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া মিয়ানমারের সঙ্গে সীমান্ত ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করার জন্য বাংলাদেশ মিয়ানমারের কাছে একটি দ্বি-পাক্ষিক চুক্তির প্রস্তাব করেছে। এই চুক্তির একটি খসড়াও তাদের কাছে হস্থান্তর করা হয়েছে। এছাড়া মিয়ানমার সরকার তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য দু’দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এই বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও মিয়ানমারের ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও দেশটির উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা উপস্থিতি ছিলেন। এছাড়া বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে।
আকাশ নিউজ ডেস্ক 




















