ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

১৯টি কেক কেটে ১৯ বছরের পথচলার শুরু

অাকাশ বিনোদন ডেস্ক:

আজ ১ অক্টোবর, ১৯ বছরে পা রেখেছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে ১৯টি কেক কেটে ১৯ বছরের পথচলা শুরু করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশিদ মজুমদার, মুকিত মজুমদার বাবু ও কণা রেজা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ, শিক্ষকসহ দেশের বিশিষ্ট নাগরিকেরা। সংক্ষিপ্ত বক্তৃতায় তাঁরা আশা প্রকাশ করেন, অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই সৃষ্টিশীলতার অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে।

জন্মদিন উপলক্ষে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে নানা রঙের আলোর ঝলমলে সাজে। এই রো ছড়াবে টেলিভিশনের পর্দায়ও, কেননা এখন থেকে দর্শকেরা চ্যানেল আই দেখবেন এইচ ডি বা হাইডেফিনেশন ভার্সনে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান ‘উনিশের উচ্ছ্বাস’।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই মানুষের বিশ্বাসটুকু পেয়েছে। আস্থাটুকু অর্জন করেছে। মানুষকে তার সম্মান দেওয়ার দায়িত্ব পালন করেছে। সে জন্য চ্যানেল আই পরিবারের উনিশের উচ্ছ্বাস আজ পৃথিবীময় সকল বাঙালির।’

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘দর্শকের সঙ্গে চ্যানেল আইয়ের সেতুবন্ধন ও পারস্পরিক যোগাযোগ এখন অনেক বেশি সম্প্রসারিত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবেও কোটি দর্শকের কাছে সব সময় পৌঁছে যাচ্ছে চ্যানেল আই।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নানা আয়োজন করেছে চ্যানেল আই। এসব আয়োজনে অংশ নেবেন সমাজের বরেণ্যজনেরা।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর আজকের দিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৯টি কেক কেটে ১৯ বছরের পথচলার শুরু

আপডেট সময় ০৫:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

আজ ১ অক্টোবর, ১৯ বছরে পা রেখেছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে ১৯টি কেক কেটে ১৯ বছরের পথচলা শুরু করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশিদ মজুমদার, মুকিত মজুমদার বাবু ও কণা রেজা। তাঁদের সঙ্গে ছিলেন মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ, শিক্ষকসহ দেশের বিশিষ্ট নাগরিকেরা। সংক্ষিপ্ত বক্তৃতায় তাঁরা আশা প্রকাশ করেন, অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই সৃষ্টিশীলতার অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে।

জন্মদিন উপলক্ষে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে নানা রঙের আলোর ঝলমলে সাজে। এই রো ছড়াবে টেলিভিশনের পর্দায়ও, কেননা এখন থেকে দর্শকেরা চ্যানেল আই দেখবেন এইচ ডি বা হাইডেফিনেশন ভার্সনে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান ‘উনিশের উচ্ছ্বাস’।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই মানুষের বিশ্বাসটুকু পেয়েছে। আস্থাটুকু অর্জন করেছে। মানুষকে তার সম্মান দেওয়ার দায়িত্ব পালন করেছে। সে জন্য চ্যানেল আই পরিবারের উনিশের উচ্ছ্বাস আজ পৃথিবীময় সকল বাঙালির।’

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘দর্শকের সঙ্গে চ্যানেল আইয়ের সেতুবন্ধন ও পারস্পরিক যোগাযোগ এখন অনেক বেশি সম্প্রসারিত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবেও কোটি দর্শকের কাছে সব সময় পৌঁছে যাচ্ছে চ্যানেল আই।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নানা আয়োজন করেছে চ্যানেল আই। এসব আয়োজনে অংশ নেবেন সমাজের বরেণ্যজনেরা।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর আজকের দিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।