ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

শ্রীপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, ঢাকায় স্বামী গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

পারিবারিক কলহের কারণেই স্ত্রী খাদিজা বেগম ওরফে স্মৃতি গলাটিপে হত্যা করে তার স্বামী জাহিদুল ইসলাম। এমন অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)। সংস্থাটির ভাষ্য, স্ত্রীকে অনেক সন্দেহ করতেন জাহিদুল ইসলাম। এই কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। পরে তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর গৃহবধু খাদিজা বেগম ওরফে স্মৃতি হত্যার অভিযোগে নিহতের স্বামী মো. জাহিদুল ইসলামকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

চলতি বছরের গত ২৮ জুন বিকাল ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার বারতোপা গ্রামের খাদিজা বেগম ওরফে স্মৃতির লাশ উদ্ধার করে পুলিশ । ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই স্মৃতির মৃত্যু রহস্য উম্মোচনের জন্য র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় নিহতের পরিবার বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল রাজধানীর ধানমন্ডি থানার গ্রীনরোড, কাঠালবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে নিহতের স্বামী মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহিদুলের বরাত দিয়ে র‌্যাব বলছে, জাহিদুল ইসলামের সঙ্গে খাদিজা ওরফে স্মৃতির এক বছরের প্রেম ছিল। গত ঈদুল ফিতরের আগের দিন তারা পারিবারিক ভাবে বিয়ে করে। বিয়ের পর প্রথমে তাদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক থাকলেও কিছুদিন পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। জাহিদুল ইসলামের ভাষ্যমতে, তিনি তার স্ত্রী খাদিজা বেগম ওরফে স্মৃতি বিভিন্ন জনের সাথে অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িত রয়েছে বলে সন্দেহ করতো। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়। গত ২৮ জুন রাত ১০ টার দিকে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। ঝগড়ার এক পর্যায়ে জাহিদুল ইসলাম তার স্ত্রী স্মৃতির গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ বলেন, গ্রেপ্তার জাহিদুল ইসলামকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর থানার সবুর উদ্দিনের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

শ্রীপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, ঢাকায় স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

পারিবারিক কলহের কারণেই স্ত্রী খাদিজা বেগম ওরফে স্মৃতি গলাটিপে হত্যা করে তার স্বামী জাহিদুল ইসলাম। এমন অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)। সংস্থাটির ভাষ্য, স্ত্রীকে অনেক সন্দেহ করতেন জাহিদুল ইসলাম। এই কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। পরে তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর গৃহবধু খাদিজা বেগম ওরফে স্মৃতি হত্যার অভিযোগে নিহতের স্বামী মো. জাহিদুল ইসলামকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

চলতি বছরের গত ২৮ জুন বিকাল ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার বারতোপা গ্রামের খাদিজা বেগম ওরফে স্মৃতির লাশ উদ্ধার করে পুলিশ । ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই স্মৃতির মৃত্যু রহস্য উম্মোচনের জন্য র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় নিহতের পরিবার বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি দল রাজধানীর ধানমন্ডি থানার গ্রীনরোড, কাঠালবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে নিহতের স্বামী মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহিদুলের বরাত দিয়ে র‌্যাব বলছে, জাহিদুল ইসলামের সঙ্গে খাদিজা ওরফে স্মৃতির এক বছরের প্রেম ছিল। গত ঈদুল ফিতরের আগের দিন তারা পারিবারিক ভাবে বিয়ে করে। বিয়ের পর প্রথমে তাদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক থাকলেও কিছুদিন পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। জাহিদুল ইসলামের ভাষ্যমতে, তিনি তার স্ত্রী খাদিজা বেগম ওরফে স্মৃতি বিভিন্ন জনের সাথে অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িত রয়েছে বলে সন্দেহ করতো। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়। গত ২৮ জুন রাত ১০ টার দিকে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। ঝগড়ার এক পর্যায়ে জাহিদুল ইসলাম তার স্ত্রী স্মৃতির গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ বলেন, গ্রেপ্তার জাহিদুল ইসলামকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর থানার সবুর উদ্দিনের ছেলে।