ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ

দুই স্বামীর ঘর ভাঙলেন ছাত্রলীগ নেতা, নববধূর অনশন

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে দুই স্বামীর সংসার ভাঙার পরও প্রেমিকাকে বিয়ে করেননি ছাত্রলীগ নেতা মো. রাজীব হাসান। এ ঘটনার পর বিয়ের দাবিতে ওই ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক নববধূ। দুদিন ধরে ওই নববধূ অনশন করছেন।

অপরদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়েই বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক ওই ছাত্রলীগ নেতা। ওই নেতার নাম মো. রাজীব হাসান। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে ও বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

খবর পেয়ে শত শত উৎসুক মানুষের ভিড় জমেছে ওই বাড়িতে। মানুষদের তাড়াতে কাস্তে হাতে মাঝেমধ্যেই হামলা চালাচ্ছেন ছাত্রলীগ নেতা রাজীব হাসানের প্রতিবন্ধী মা।

ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব প্রেমের সূত্র ধরে প্রথম বিয়ের সংসারও ভাঙেন ছাত্রলীগ নেতা রাজীব হাসান। এরপর শুধু প্রেমিকার দেহভোগেই সীমাবদ্ধ থাকেন ছাত্রলীগ নেতা রাজীব। বিয়ে না করায় প্রেমিকাকে পরিবারের লোকজন মাসখানেক আগে বিয়ে দেন চৌহাট ইউনিয়নের এক আইনজীবীর সঙ্গে। পূর্বের একই কায়দায় সপ্তাহ খানেক আগে প্রেমিকার দ্বিতীয় স্বামীর ঘরও ভাঙেন প্রেমিক ছাত্রলীগ নেতা রাজীব হাসান।

ফের বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে গড়ে তোলেন দৈহিক সম্পর্ক। প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে না করে নানা অজুহাতে টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন। অবশেষে স্বামীর ঘর থেকে বিতাড়িত প্রেমিকা নিরুপায় হয়ে বুধবার দিনগত রাত ১০টায় প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন।

এ ব্যাপারে অনশনরত নববধূ বলেন, ছাত্রলীগ নেতা রাজীব আমাকে ভয়ভীতি দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কও স্থাপন করে। পরে বিয়ের জন্য চাপা দিলে সে আমাকে বিয়ে করতে রাজি না হয়ে নানা টালবাহানা করে সময় পার করতে থাকে।

তিনি বলেন, আমার পরিবার বিষয়টি টের পেয়ে অন্যত্র আমাকে বিয়ে দেন। রাজিব হাসান প্রেমের সম্পর্কের কথা বলে আমার স্বামীর ঘর ভাঙে। ফের আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দৈহিক সম্পর্কও স্থাপন করে বিয়ের আশ্বাস দিয়ে। এরপরও বিয়ে না করায় আমার পরিবার আবার আমাকে বিয়ে দেন। এ স্বামীর ঘরও একই কায়দায় ভেঙে দেয় রাজীব। শুধু আমার দেহভোগ করেই রাজীব সময় পার করতে চায়। তাই আমি এর একটি বিহিত করার জন্য বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন শুরু করেছি। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি বাড়ি ছাড়ব না। এই আমার শেষ কথা।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, ভাই আমি অনেক অসুস্থ। এ ব্যাপারে আমি কিছুই জানি না। এরপরও অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজার চাহিদার ভিত্তিতেই বিমানের বোয়িং কেনা: সিইও

দুই স্বামীর ঘর ভাঙলেন ছাত্রলীগ নেতা, নববধূর অনশন

আপডেট সময় ১০:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে দুই স্বামীর সংসার ভাঙার পরও প্রেমিকাকে বিয়ে করেননি ছাত্রলীগ নেতা মো. রাজীব হাসান। এ ঘটনার পর বিয়ের দাবিতে ওই ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক নববধূ। দুদিন ধরে ওই নববধূ অনশন করছেন।

অপরদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়েই বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক ওই ছাত্রলীগ নেতা। ওই নেতার নাম মো. রাজীব হাসান। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে ও বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

খবর পেয়ে শত শত উৎসুক মানুষের ভিড় জমেছে ওই বাড়িতে। মানুষদের তাড়াতে কাস্তে হাতে মাঝেমধ্যেই হামলা চালাচ্ছেন ছাত্রলীগ নেতা রাজীব হাসানের প্রতিবন্ধী মা।

ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব প্রেমের সূত্র ধরে প্রথম বিয়ের সংসারও ভাঙেন ছাত্রলীগ নেতা রাজীব হাসান। এরপর শুধু প্রেমিকার দেহভোগেই সীমাবদ্ধ থাকেন ছাত্রলীগ নেতা রাজীব। বিয়ে না করায় প্রেমিকাকে পরিবারের লোকজন মাসখানেক আগে বিয়ে দেন চৌহাট ইউনিয়নের এক আইনজীবীর সঙ্গে। পূর্বের একই কায়দায় সপ্তাহ খানেক আগে প্রেমিকার দ্বিতীয় স্বামীর ঘরও ভাঙেন প্রেমিক ছাত্রলীগ নেতা রাজীব হাসান।

ফের বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে গড়ে তোলেন দৈহিক সম্পর্ক। প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে না করে নানা অজুহাতে টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন। অবশেষে স্বামীর ঘর থেকে বিতাড়িত প্রেমিকা নিরুপায় হয়ে বুধবার দিনগত রাত ১০টায় প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন।

এ ব্যাপারে অনশনরত নববধূ বলেন, ছাত্রলীগ নেতা রাজীব আমাকে ভয়ভীতি দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কও স্থাপন করে। পরে বিয়ের জন্য চাপা দিলে সে আমাকে বিয়ে করতে রাজি না হয়ে নানা টালবাহানা করে সময় পার করতে থাকে।

তিনি বলেন, আমার পরিবার বিষয়টি টের পেয়ে অন্যত্র আমাকে বিয়ে দেন। রাজিব হাসান প্রেমের সম্পর্কের কথা বলে আমার স্বামীর ঘর ভাঙে। ফের আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দৈহিক সম্পর্কও স্থাপন করে বিয়ের আশ্বাস দিয়ে। এরপরও বিয়ে না করায় আমার পরিবার আবার আমাকে বিয়ে দেন। এ স্বামীর ঘরও একই কায়দায় ভেঙে দেয় রাজীব। শুধু আমার দেহভোগ করেই রাজীব সময় পার করতে চায়। তাই আমি এর একটি বিহিত করার জন্য বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন শুরু করেছি। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি বাড়ি ছাড়ব না। এই আমার শেষ কথা।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, ভাই আমি অনেক অসুস্থ। এ ব্যাপারে আমি কিছুই জানি না। এরপরও অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।