ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী

বাংলাদেশের প্রথম ব্যাটল রয়েল গেম অ্যানিহিলেশন

আকাশ আইসিটি ডেস্ক :

অসৎ উদ্দেশ্যে এলিয়েন সর্দার ডার্কসিড তার সৈন্যসামন্ত নিয়ে পৃথিবীতে আসে। সেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে একদল অকুতোভয় সাহসী যোদ্ধা। শুরু হয় তুমুল লড়াই। এলিয়েন ও মানুষের মধ্যকার এ যুদ্ধকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অ্যানিহিলেশন। এটি বাংলাদেশি ডেভেলপারদের তৈরি প্রথম ও একমাত্র ব্যাটল রয়েল গেম। গেম তৈরির ক্ষেত্রে এদেশের তরুণরা যে পিছিয়ে নেই অ্যানিহিলেশন তার উজ্জ্বল দৃষ্টান্ত।

গেমটির বৈশিষ্ট্য :

গেমটিতে যুক্ত করা হয়েছে বাংলাদেশের অসংখ্য অঞ্চল যা কোনো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমের ক্ষেত্রে এবারই প্রথম। একইসঙ্গে গেমটির টিম ডেথ ম্যাচ (টিডিএম) মোডে রয়েছে জাপান, নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের মানচিত্র। বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে অ্যানিহিলেশনে ব্যবহৃত হয়েছে একাধিক আন্তর্জাতিক ভাষা। এ ছাড়া বাংলা ভাষার অনেক পোস্টার এবং ব্যানার দেখা যাবে গেমটিতে। অ্যানিহিলেশনে চমক হিসাবে থাকছে মারিয়া নামের দুঃসাহসী এক বাংলাদেশি নারী।

যাতে খেলা যাবে :

সর্বমোট আটটি চরিত্র নিয়ে পিসি, প্লে-স্টেশন, এক্সবক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএসসহ সব ধরনের ডিভাইসেই গেমটি খেলা যাবে।

পিসিতে খেলতে প্রয়োজন :

পিসিতে অ্যানিহিলেশন গেম খেলতে প্রয়োজন ন্যূনতম একটি ইন্টেল কোর-আইথ্রি প্রসেসর এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম। এ ছাড়া এনভিডিয়া জিটিএক্স-৫৬০ গ্রাফিক্স কার্ডসহ দরকার হবে ছয় গিগাবাইট র‌্যাম।

মোবাইলে খেলতে প্রয়োজন :

মোবাইলের ক্ষেত্রে অ্যানিহিলেশন গেমের দুটি সংস্করণ রয়েছে। একটি নরমাল এবং অন্যটি লাইট সংস্করণ। গেমটির নরমাল মোবাইল সংস্করণ খেলতে প্রয়োজন দুই গিগাবাইট র‌্যাম এবং আট বা তার বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর এর হালকা সংস্করণটি খেলতে লাগবে ন্যূনতম এক গিগাবাইট র‌্যাম এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭.০। অপারেটিং সিস্টেম ১০.০ এবং শুধু এক গিগাবাইট র‌্যাম হলেই গেমটি আইফোনে খেলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ

বাংলাদেশের প্রথম ব্যাটল রয়েল গেম অ্যানিহিলেশন

আপডেট সময় ১০:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

আকাশ আইসিটি ডেস্ক :

অসৎ উদ্দেশ্যে এলিয়েন সর্দার ডার্কসিড তার সৈন্যসামন্ত নিয়ে পৃথিবীতে আসে। সেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে একদল অকুতোভয় সাহসী যোদ্ধা। শুরু হয় তুমুল লড়াই। এলিয়েন ও মানুষের মধ্যকার এ যুদ্ধকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে অ্যানিহিলেশন। এটি বাংলাদেশি ডেভেলপারদের তৈরি প্রথম ও একমাত্র ব্যাটল রয়েল গেম। গেম তৈরির ক্ষেত্রে এদেশের তরুণরা যে পিছিয়ে নেই অ্যানিহিলেশন তার উজ্জ্বল দৃষ্টান্ত।

গেমটির বৈশিষ্ট্য :

গেমটিতে যুক্ত করা হয়েছে বাংলাদেশের অসংখ্য অঞ্চল যা কোনো প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমের ক্ষেত্রে এবারই প্রথম। একইসঙ্গে গেমটির টিম ডেথ ম্যাচ (টিডিএম) মোডে রয়েছে জাপান, নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের মানচিত্র। বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে অ্যানিহিলেশনে ব্যবহৃত হয়েছে একাধিক আন্তর্জাতিক ভাষা। এ ছাড়া বাংলা ভাষার অনেক পোস্টার এবং ব্যানার দেখা যাবে গেমটিতে। অ্যানিহিলেশনে চমক হিসাবে থাকছে মারিয়া নামের দুঃসাহসী এক বাংলাদেশি নারী।

যাতে খেলা যাবে :

সর্বমোট আটটি চরিত্র নিয়ে পিসি, প্লে-স্টেশন, এক্সবক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএসসহ সব ধরনের ডিভাইসেই গেমটি খেলা যাবে।

পিসিতে খেলতে প্রয়োজন :

পিসিতে অ্যানিহিলেশন গেম খেলতে প্রয়োজন ন্যূনতম একটি ইন্টেল কোর-আইথ্রি প্রসেসর এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম। এ ছাড়া এনভিডিয়া জিটিএক্স-৫৬০ গ্রাফিক্স কার্ডসহ দরকার হবে ছয় গিগাবাইট র‌্যাম।

মোবাইলে খেলতে প্রয়োজন :

মোবাইলের ক্ষেত্রে অ্যানিহিলেশন গেমের দুটি সংস্করণ রয়েছে। একটি নরমাল এবং অন্যটি লাইট সংস্করণ। গেমটির নরমাল মোবাইল সংস্করণ খেলতে প্রয়োজন দুই গিগাবাইট র‌্যাম এবং আট বা তার বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর এর হালকা সংস্করণটি খেলতে লাগবে ন্যূনতম এক গিগাবাইট র‌্যাম এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৭.০। অপারেটিং সিস্টেম ১০.০ এবং শুধু এক গিগাবাইট র‌্যাম হলেই গেমটি আইফোনে খেলা যাবে।