আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠকে হিজবুল্লাহকে ক্যান্সার হিসেবে অভিহিত করেছেন এক মার্কিন সিনেটর।
লেবাননের প্রেসিডেন্টের বৈঠকে বুধবার মার্কিন সিনেটর ক্রিস মারফি হিসবুল্লাহর এ সমালোচনা করেন। খবর আরব নিউজের।
মার্কিন সিনেটর ক্রিস মারফি বলেন, হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন। এ অঞ্চলে সংগঠনটি সংঘাত সৃষ্টির জন্য দায়ী। এটি লেবাননে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে।
ক্রিস মারফি পূর্ব, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের সন্ত্রাসবিরোধী মার্কিন সাবকমিটির চেয়ারম্যান।
গত কয়েক বছর ধরে লেবাননে অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরুত বন্দরে ব্যাপক বিস্ফোরণ এবং কয়েকটি দেশের নানামুখী ষড়যন্ত্রের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















