ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

শেখ জামাল- ব্রাদার্সের মাঝে হাতাহাতি, জরুরি সভার ডাক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ঘরোয়া ফুটবল মাঠে পরিণত হয়েছিল রণাঙ্গনে। যা এখন শুধু ফুটবলই নয়; দেশের ক্রীড়াঙ্গনে হট টপিক। শনিবার শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শেষে শেখ জামাল ক্লাবের ফুটবলাররা মেজাজ হারিয়ে মারামারিতে জড়ান।

ফুটবলবোদ্ধাদের মতে, মাঠে দুই পক্ষের ফুটবলারদের এভাবে মারামারিতে মেতে উঠতে হয়তো এর আগে দেখেনি কেউ।

ম্যাচের যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের ফুটবলারদের সঙ্গে বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ পর খেলা পুনরায় শুরু হয়।

একেবারে শেষ মুহূর্তে কর্নার পায় শেখ জামাল। সেই কর্ণার নেয়ার আগেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষীপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।

শেখ জামালের ফুটবলারদের এমন আচরণে ব্রাদার্সের সংশ্লিষ্ট সমর্থকরা সমালোচনামূলক মন্তব্য করলে ক্ষোভে ফেটে পড়েন জামালের ফুটবলাররা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়।

ঘটনার সময় বাফুফে থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ম্যাচে পুলিশ ছিলেন মাত্র ২-৩ জন। যে কারণ মাঠের এই মারামারি নিয়ন্ত্রণে আনা যায়নি।

সেই মারামারি এক পর্যায়ে চলে যায় গ্যালারিতেও।

ঘটনার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ইতোমধ্যে ম্যাচ ও ম্যাচ পরবর্তী ঘটনার ভিডিও ফুটেজ, মিডিয়া রিপোর্ট, রেফারি এবং ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছি। ডিসিপ্লিনারি কমিটি দ্রুততম সময়ের মধ্যে এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।’

বাফুফে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খুব শিগগিরই বিষয়টি নিয়ে জরুরি সভা ডাকবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

শেখ জামাল- ব্রাদার্সের মাঝে হাতাহাতি, জরুরি সভার ডাক

আপডেট সময় ০১:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ঘরোয়া ফুটবল মাঠে পরিণত হয়েছিল রণাঙ্গনে। যা এখন শুধু ফুটবলই নয়; দেশের ক্রীড়াঙ্গনে হট টপিক। শনিবার শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শেষে শেখ জামাল ক্লাবের ফুটবলাররা মেজাজ হারিয়ে মারামারিতে জড়ান।

ফুটবলবোদ্ধাদের মতে, মাঠে দুই পক্ষের ফুটবলারদের এভাবে মারামারিতে মেতে উঠতে হয়তো এর আগে দেখেনি কেউ।

ম্যাচের যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের ফুটবলারদের সঙ্গে বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ পর খেলা পুনরায় শুরু হয়।

একেবারে শেষ মুহূর্তে কর্নার পায় শেখ জামাল। সেই কর্ণার নেয়ার আগেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষীপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।

শেখ জামালের ফুটবলারদের এমন আচরণে ব্রাদার্সের সংশ্লিষ্ট সমর্থকরা সমালোচনামূলক মন্তব্য করলে ক্ষোভে ফেটে পড়েন জামালের ফুটবলাররা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়।

ঘটনার সময় বাফুফে থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ম্যাচে পুলিশ ছিলেন মাত্র ২-৩ জন। যে কারণ মাঠের এই মারামারি নিয়ন্ত্রণে আনা যায়নি।

সেই মারামারি এক পর্যায়ে চলে যায় গ্যালারিতেও।

ঘটনার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ইতোমধ্যে ম্যাচ ও ম্যাচ পরবর্তী ঘটনার ভিডিও ফুটেজ, মিডিয়া রিপোর্ট, রেফারি এবং ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছি। ডিসিপ্লিনারি কমিটি দ্রুততম সময়ের মধ্যে এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।’

বাফুফে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খুব শিগগিরই বিষয়টি নিয়ে জরুরি সভা ডাকবেন বলে জানা গেছে।