আকাশ জাতীয় ডেস্ক:
বরিশালের হিজলা উপজেলার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মাঝে সংঘর্ষ হয়েছে। বুধবারের এ সংঘর্ষে উভয় গ্রুপের আহত হয়েছে ১০ জন।
জানা গেছে, গত ২১ জুন স্থানীয় ইউপি নির্বাচনে উপজেলার মেমানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনে পরাজিত হয়। পরাজিত হওয়ার পর থেকেই বিজয়ী প্রার্থী নাসির উদ্দিনের ভাতিজা শাহাবুদ্দিন ও মোস্তফা হাওলাদার বেপরোয়া হয়ে ওঠে। যারা নৌকা মার্কার সমর্থিত ছিল তাদের হামলা, হুমকি দিয়ে যাচ্ছে তারা।
বুধবার চেয়ারম্যানের ভাতিজা ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলায় আসলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার সমর্থিত কর্মীদের ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে চায়। এ সময় দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন সর্দার, মোহাম্মদ আলীসহ ১০ জন আহত হন। হাতাহাতির ঘটনা দেখতে পেয়ে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনোপক্ষ এখনো মামলা দায়ের করেনি।
আকাশ নিউজ ডেস্ক 























