অাকাশ জাতীয় ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর। এছাড়া বুধবার বিকালে সংলাপে অংশ নেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।
সংলাপ শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘দুই এমপি’ সুষ্ঠু ভোট অনুষ্ঠানে অন্যতম বাধা। একটা ‘মানি পাওয়ার (অর্থের দাপট)’ আর অন্যটি ‘মাসল পাওয়ার (পেশিশক্তি)’। এ ‘দুই এমপি’র জন্য দেশের সংসদীয় গণতন্ত্র ধ্বংস হচ্ছে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন যে সরকার থাকবে ও যে প্রশাসন থাকবে তাদের নিরপেক্ষ থাকতে হবে। এছাড়া আমরা কমিশনকে বলেছি, যেন আইনের সঠিক প্রয়োগ ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়।
তিনি আরো বলেন, দুই এমপি আমাদের গণতন্ত্রকে যে আঘাত দিয়েছে তা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি ৪৬ বছর। দুই এমপি থেকে জনগণ তাদের ভোটাধিকার বাঁচাতে চায়। কিভাবে দুই এমপি থেকে বাঁচা যাবে সেজন্যে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সংলাপে কমিশনের কাছে ২২ দফা প্রস্তাব তুলে ধরেছে দলটি। গণফোরামের ১০ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। দুই ঘণ্টাব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাসহ কমিশনাররা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















