ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান

দ্বিতীয় ডোজের টিকা আনতে জোর চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রথম ডোজ টিকা দেওয়ার পর দ্বিতীয় ডোজের ১৬ লাখ টিকার ঘাটতি পড়েছে। অ্যাস্ট্রাজেনেকার এই টিকা আনার জোর জোর চেষ্টা চালাচ্ছে সরকার।

তবে এখনো এই টিকার কোনো সুরাহা হয়নি।

ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেদেশ থেকে টিকা আসা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত এখন টিকা রপ্তানি বন্ধও রেখেছে। তবু ভারতের টিকা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভারতের টিকা পেতে গত ১৮ মে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অন্তত দ্বিতীয় ডোজ টিকা যেন বাংলাদেশকে দেওয়া হয় সেই অনুরোধ করেন। এছাড়া ভারত থেকে যদি টিকা রপ্তানি বন্ধ থাকে, তাহলে উপহারের মাধ্যেমও ভারত এই টিকা বাংলাদেশকে দিতে পারে কিনা, সেটা বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান।

অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেও চেষ্টা করা হচ্ছে। গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আলাদা বৈঠক করেছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেছেন। বৈঠকে দ্বিতীয় ডোজের জন্য উভয় দেশের কাছে জরুরিভাবে ২০ লাখ ডোজ টিকা দেওয়ার অনুরোধ করেছেন।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার কাছে বিপুল পরিমাণ অ্যাস্ট্রাজেনেকার টিকা মজুদ রয়েছে। এই টিকা তারা করোনায় সবচেয়ে ভুক্তভোগী দেশগুলোকে দিতে চায়। তবে বাংলাদেশ সেভাবে ভুক্তভোগী দেশ না হলেও এই দুই দেশ থেকে টিকা আনার চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশের চেয়ে বেশি ভুক্তভোগী দেশ ভারত, ব্রাজিল, স্পেন প্রভৃতি দেশকেই যুক্তরাষ্ট্র টিকা দিতে আগ্রহী বেশি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে প্রবাসী বাংলাদেশিদেরও কাজে লাগিয়েছে সরকার। তারাও চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র থেকে জরুরি টিকা পাওয়ার।

এদিকে চীন থেকে এক সপ্তাহের মধ্যে টিকা আসতে পারে বলে আশা করা হচ্ছে। রাশিয়া থেকেও টিকা আনার চেষ্টা চলছে। তবে চীনা ভাষাগত জটিলতার জন্য টিকা আসতে দেরি হচ্ছে। চীন যেসব ডকুমেন্টস দিয়েছে, সেগুলো চীনা ও ইংরেজি ভাষায়। তবে ইংরেজি ভাষায় সই করার জায়গায় চীনা ভাষায় সই করে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে আবার সেটা সংশোধন করা হয়েছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়া থেকে টিকা আনার সংখ্যা বারবার বদল করায় টিকা আনার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

চীন ও রাশিয়া থেকে টিকা এলেও দ্বিতীয় ডোজের টিকার সংকট মিটবে না। কেননা দ্বিতীয় ডোজের জন্য ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োজন। চীন ও রাশিয়া থেকে এই টিকা আসবে না। ইতোমধ্যেই চীন থেকে যে ৫ লাখ সিনোফার্মের টিকা এসেছে, তা দ্বিতীয় ডোজ হিসেবেও ব্যবহার করা যাবে না। এই টিকা আলাদাভাবে দিতে হবে। এছাড়া আগামী ২ জুন গ্যাভি-কোভ্যাক্স উদ্যোগে ১ লাখ ৬ হাজার ফাইজারের টিকা আসবে। তবে এই টিকাও দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা একই কোম্পানির দিতে হবে।

দ্বিতীয় ডোজের টিকা আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দ্বিতীয় ডোজের টিকা আনার জোর চেষ্টা করছি। ভারতের কাছেও টিকা চেয়েছি। দ্বিতীয় ডোজের টিকা যে আমাদের জন্য খুবই জরুরি, সেটা আমরা তাদের বোঝানোরও চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

দ্বিতীয় ডোজের টিকা আনতে জোর চেষ্টা

আপডেট সময় ০৭:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রথম ডোজ টিকা দেওয়ার পর দ্বিতীয় ডোজের ১৬ লাখ টিকার ঘাটতি পড়েছে। অ্যাস্ট্রাজেনেকার এই টিকা আনার জোর জোর চেষ্টা চালাচ্ছে সরকার।

তবে এখনো এই টিকার কোনো সুরাহা হয়নি।

ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেদেশ থেকে টিকা আসা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত এখন টিকা রপ্তানি বন্ধও রেখেছে। তবু ভারতের টিকা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভারতের টিকা পেতে গত ১৮ মে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অন্তত দ্বিতীয় ডোজ টিকা যেন বাংলাদেশকে দেওয়া হয় সেই অনুরোধ করেন। এছাড়া ভারত থেকে যদি টিকা রপ্তানি বন্ধ থাকে, তাহলে উপহারের মাধ্যেমও ভারত এই টিকা বাংলাদেশকে দিতে পারে কিনা, সেটা বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান।

অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেও চেষ্টা করা হচ্ছে। গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আলাদা বৈঠক করেছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেছেন। বৈঠকে দ্বিতীয় ডোজের জন্য উভয় দেশের কাছে জরুরিভাবে ২০ লাখ ডোজ টিকা দেওয়ার অনুরোধ করেছেন।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার কাছে বিপুল পরিমাণ অ্যাস্ট্রাজেনেকার টিকা মজুদ রয়েছে। এই টিকা তারা করোনায় সবচেয়ে ভুক্তভোগী দেশগুলোকে দিতে চায়। তবে বাংলাদেশ সেভাবে ভুক্তভোগী দেশ না হলেও এই দুই দেশ থেকে টিকা আনার চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশের চেয়ে বেশি ভুক্তভোগী দেশ ভারত, ব্রাজিল, স্পেন প্রভৃতি দেশকেই যুক্তরাষ্ট্র টিকা দিতে আগ্রহী বেশি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে প্রবাসী বাংলাদেশিদেরও কাজে লাগিয়েছে সরকার। তারাও চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র থেকে জরুরি টিকা পাওয়ার।

এদিকে চীন থেকে এক সপ্তাহের মধ্যে টিকা আসতে পারে বলে আশা করা হচ্ছে। রাশিয়া থেকেও টিকা আনার চেষ্টা চলছে। তবে চীনা ভাষাগত জটিলতার জন্য টিকা আসতে দেরি হচ্ছে। চীন যেসব ডকুমেন্টস দিয়েছে, সেগুলো চীনা ও ইংরেজি ভাষায়। তবে ইংরেজি ভাষায় সই করার জায়গায় চীনা ভাষায় সই করে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে আবার সেটা সংশোধন করা হয়েছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়া থেকে টিকা আনার সংখ্যা বারবার বদল করায় টিকা আনার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

চীন ও রাশিয়া থেকে টিকা এলেও দ্বিতীয় ডোজের টিকার সংকট মিটবে না। কেননা দ্বিতীয় ডোজের জন্য ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োজন। চীন ও রাশিয়া থেকে এই টিকা আসবে না। ইতোমধ্যেই চীন থেকে যে ৫ লাখ সিনোফার্মের টিকা এসেছে, তা দ্বিতীয় ডোজ হিসেবেও ব্যবহার করা যাবে না। এই টিকা আলাদাভাবে দিতে হবে। এছাড়া আগামী ২ জুন গ্যাভি-কোভ্যাক্স উদ্যোগে ১ লাখ ৬ হাজার ফাইজারের টিকা আসবে। তবে এই টিকাও দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা একই কোম্পানির দিতে হবে।

দ্বিতীয় ডোজের টিকা আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দ্বিতীয় ডোজের টিকা আনার জোর চেষ্টা করছি। ভারতের কাছেও টিকা চেয়েছি। দ্বিতীয় ডোজের টিকা যে আমাদের জন্য খুবই জরুরি, সেটা আমরা তাদের বোঝানোরও চেষ্টা করছি।