ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব : মির্জা আব্বাস ইমান এনে কোনো লাভ নেই, এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল

বালিশচাপায় শিশুকে হত্যার পর ‘জিনের ওপর’ দায় চাপানোর চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

বাবার সহযোগিতায় সৎমা মুক্তা বেগমই বালিশচাপা দিয়ে হত্যা করে রাজশাহীর বাগমারার শিশু মারুফকে (৭)। তবে জিনে মেরে ফেলেছে বলে প্রচার করে তড়িঘড়ি মরদেহ দাফনের চেষ্টা করা হয়।

জানতে পেরে মারুফের মা মারুফা বেগম মরদেহ দাফনে বাধা প্রদান করেন। অভিযোগ দেন পুলিশে। পুলিশ এসে শিশু মারুফের লাশ উদ্ধার করে রামেক মর্গে পাঠায়।

গত ৩০ এপ্রিল সকালের ঘটনা। জেলার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর গ্রামে ঘটে এ নৃশংস ঘটনা। শিশু মারুফকে হত্যার দায় স্বীকার করায় পুলিশ সৎমা মুক্তা বেগম (৩০) ও বাবা শাজাহানকে (৩৮) গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত ৩০ এপ্রিল সকালে সৎমা মুক্তা বেগম ও বাবা শাজাহান পরিকল্পিতভাবে শিশু মারুফকে বালিশচাপা দিয়ে হত্যা করে। গ্রেফতারের পর পুলিশের কাছে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে সৎমা ও বাবা জানান মারুফ খুব দুষ্টামি করত। এই ক্ষোভ থেকেই সৎমা ও বাবা মিলে তাকে হত্যা করি।

তবে তারা পাড়াপ্রতিবেশীকে জানায়, জিনে হত্যা করেছে মারুফকে। এই বলে তড়িঘড়ি করে মারুফের মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়। কাফন পরিয়ে কবরস্থ করার সময় মারুফের নিজের মা মারুফা বেগম ছুটে এসে লাশ দাফনে বাধা দেন। ডাকেন পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জিজ্ঞাসাবাদের জন্য সৎমা ও বাবাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা মারুফকে হত্যার কথা স্বীকার করে। তার আগে ৩০ এপ্রিল রাতে মারুফের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন স্বামী শাজাহান ও শাজাহানের বর্তমান স্ত্রী মুক্তা বেগমকে আসামি করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিনমজুর শাজাহানের তিনটি বিয়ে। প্রথম স্ত্রী মারা গেলে মারুফের মা মারুফা বেগমকে বিয়ে করেন। তবে মারুফের জন্মের তিন বছর পর তাদের বিচ্ছেদ ঘটে যায়। শাজাহান তৃতীয়বার বিয়ে করেন পার্শ্ববর্তী গ্রামের মুক্তা বেগমকে। মুক্তাকে বিয়ের পর মারুফকে তার মায়ের কাছ থেকে নিয়ে আসেন শাজাহান।

মারুফ বাবা ও সৎমায়ের কাছেই থাকত। মারুফ দুষ্টুমি করত। এতে ক্ষোভ জন্মে সৎমায়ের। স্বামীর সঙ্গে যুক্তি করে মারুফকে হত্যার পরিকল্পনা করেন মুক্তা বেগম। ৩০ এপ্রিল স্বামী-স্ত্রী মিলে শিশু মারুফকে হত্যা করেন বালিশচাপা দিয়ে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়বুর রহমান জানান, ঘটনার দিনই সৎমা মুক্তা ও বাবা শাজাহানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা মারুফকে হত্যার কথা স্বীকার করেন।

শনিবার হত্যা মামলা রেকর্ডের পর সৎমা ও বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মারুফের মা সন্তানের মরদেহ গ্রহণ করে নিজের গ্রামে দাফন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না, চীনের সতর্কতা

বালিশচাপায় শিশুকে হত্যার পর ‘জিনের ওপর’ দায় চাপানোর চেষ্টা

আপডেট সময় ০১:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

বাবার সহযোগিতায় সৎমা মুক্তা বেগমই বালিশচাপা দিয়ে হত্যা করে রাজশাহীর বাগমারার শিশু মারুফকে (৭)। তবে জিনে মেরে ফেলেছে বলে প্রচার করে তড়িঘড়ি মরদেহ দাফনের চেষ্টা করা হয়।

জানতে পেরে মারুফের মা মারুফা বেগম মরদেহ দাফনে বাধা প্রদান করেন। অভিযোগ দেন পুলিশে। পুলিশ এসে শিশু মারুফের লাশ উদ্ধার করে রামেক মর্গে পাঠায়।

গত ৩০ এপ্রিল সকালের ঘটনা। জেলার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর গ্রামে ঘটে এ নৃশংস ঘটনা। শিশু মারুফকে হত্যার দায় স্বীকার করায় পুলিশ সৎমা মুক্তা বেগম (৩০) ও বাবা শাজাহানকে (৩৮) গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত ৩০ এপ্রিল সকালে সৎমা মুক্তা বেগম ও বাবা শাজাহান পরিকল্পিতভাবে শিশু মারুফকে বালিশচাপা দিয়ে হত্যা করে। গ্রেফতারের পর পুলিশের কাছে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে সৎমা ও বাবা জানান মারুফ খুব দুষ্টামি করত। এই ক্ষোভ থেকেই সৎমা ও বাবা মিলে তাকে হত্যা করি।

তবে তারা পাড়াপ্রতিবেশীকে জানায়, জিনে হত্যা করেছে মারুফকে। এই বলে তড়িঘড়ি করে মারুফের মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়। কাফন পরিয়ে কবরস্থ করার সময় মারুফের নিজের মা মারুফা বেগম ছুটে এসে লাশ দাফনে বাধা দেন। ডাকেন পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জিজ্ঞাসাবাদের জন্য সৎমা ও বাবাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা মারুফকে হত্যার কথা স্বীকার করে। তার আগে ৩০ এপ্রিল রাতে মারুফের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন স্বামী শাজাহান ও শাজাহানের বর্তমান স্ত্রী মুক্তা বেগমকে আসামি করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিনমজুর শাজাহানের তিনটি বিয়ে। প্রথম স্ত্রী মারা গেলে মারুফের মা মারুফা বেগমকে বিয়ে করেন। তবে মারুফের জন্মের তিন বছর পর তাদের বিচ্ছেদ ঘটে যায়। শাজাহান তৃতীয়বার বিয়ে করেন পার্শ্ববর্তী গ্রামের মুক্তা বেগমকে। মুক্তাকে বিয়ের পর মারুফকে তার মায়ের কাছ থেকে নিয়ে আসেন শাজাহান।

মারুফ বাবা ও সৎমায়ের কাছেই থাকত। মারুফ দুষ্টুমি করত। এতে ক্ষোভ জন্মে সৎমায়ের। স্বামীর সঙ্গে যুক্তি করে মারুফকে হত্যার পরিকল্পনা করেন মুক্তা বেগম। ৩০ এপ্রিল স্বামী-স্ত্রী মিলে শিশু মারুফকে হত্যা করেন বালিশচাপা দিয়ে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়বুর রহমান জানান, ঘটনার দিনই সৎমা মুক্তা ও বাবা শাজাহানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা মারুফকে হত্যার কথা স্বীকার করেন।

শনিবার হত্যা মামলা রেকর্ডের পর সৎমা ও বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মারুফের মা সন্তানের মরদেহ গ্রহণ করে নিজের গ্রামে দাফন করেন।