অাকাশ নিউজ ডেস্ক:
সাভারে দুই মডেলকে আটকে রেখে ধর্ষণের ঘটনার মূলহোতা ও গোয়েন্দা পুলিশের সোর্স লিটন আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরখলসী গ্রাম থেকে তাকে ধরেছে পুলিশ। এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোরওয়ার্দী।
খবরটি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির। তিনি জানান, লিটনকে এখন সাভার মডেল থানার হেফাজতে আছে। বুধবার (১২ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি মহসিনুল।
এর আগে ধর্ষণের ঘটনার পর ভবনের প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে যায় লিটন ও তার সহযোগী জাহাঙ্গীর ওরফে রেজাউল। তারা ভাড়া থাকতো ধর্ষণের ঘটনাস্থল ওই ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে। দুটি পৃথক গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিতো তারা। এই পরিচয় দিয়েই তারা ভবনের প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে যায়
আকাশ নিউজ ডেস্ক 



















