অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে রোহিঙ্গা বিষয়ক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। এটা ঐতিহাসিক সত্য। বিভিন্ন গবেষণা এবং ইতিহাসের পাতায় সেসব লিপিবদ্ধ আছে। মন্ত্রী এ সময় মিয়ানমারের নাগরিক হিসেবে রোহিঙ্গাদের ঐতিহাসিক বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, মিয়ানমারের সিকিউরিটি কাউন্সিল সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সদস্য বলেছেন, মিয়ানমারের নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়া কাউকেই গ্রহণ করবে না মিয়ানমার। আমার প্রশ্ন হচ্ছে- রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। কীভাবে প্রমাণপত্র থাকবে?
আকাশ নিউজ ডেস্ক 























