ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কাতারে ম্যাচ খেলতে যাচ্ছেন ফুটবলাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচ। নতুন খবর হলো– খুলতে শুরু করেছে সেই জট।

সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কাতার আর বাংলাদেশ মৌখিকভাবে রাজি হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ফিরতি লিগের ম্যাচটি খেলার ব্যাপারে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ৪ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও কাতারের মধ্যকার ম্যাচটি।

করোনা পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইসহ সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করে দিয়েছিল ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা।

তবে গত মার্চ থেকেই খেলায় ফিরেছে ইউরোপ। অনুষ্ঠিত হয়ে গেছে লা লিগা, বুন্দেসলিগা, সিরিএ, চ্যাম্পিয়নস লিগ। এখন চলছে চলতি মৌসুমের লা লিগা ও লিগ-এ।

এমন পরিস্থিতিতে ফিফা ও এএফসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। তবে এ জন্য করোনার সব নিয়ম মেনে দর্শকহীন স্টেডিয়ামে ও বায়ো-বাবল বলয়ের মধ্যে থেকে আয়োজন করতে হবে খেলাগুলো।

আর সেই কথার ওপরই ভিত্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছে। বাংলাদেশ-কাতার দ্বৈরথের সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর ধরা হয়েছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আশা করি এক সপ্তাহের মধ্যে সব ঠিক হবে।’

উল্লেখ্য, গত বছর অক্টোবরে ঢাকায় কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিলেন জামাল ভূঁইয়ারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কাতারে ম্যাচ খেলতে যাচ্ছেন ফুটবলাররা

আপডেট সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচ। নতুন খবর হলো– খুলতে শুরু করেছে সেই জট।

সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কাতার আর বাংলাদেশ মৌখিকভাবে রাজি হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ফিরতি লিগের ম্যাচটি খেলার ব্যাপারে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ৪ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও কাতারের মধ্যকার ম্যাচটি।

করোনা পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইসহ সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করে দিয়েছিল ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা।

তবে গত মার্চ থেকেই খেলায় ফিরেছে ইউরোপ। অনুষ্ঠিত হয়ে গেছে লা লিগা, বুন্দেসলিগা, সিরিএ, চ্যাম্পিয়নস লিগ। এখন চলছে চলতি মৌসুমের লা লিগা ও লিগ-এ।

এমন পরিস্থিতিতে ফিফা ও এএফসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। তবে এ জন্য করোনার সব নিয়ম মেনে দর্শকহীন স্টেডিয়ামে ও বায়ো-বাবল বলয়ের মধ্যে থেকে আয়োজন করতে হবে খেলাগুলো।

আর সেই কথার ওপরই ভিত্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছে। বাংলাদেশ-কাতার দ্বৈরথের সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর ধরা হয়েছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আশা করি এক সপ্তাহের মধ্যে সব ঠিক হবে।’

উল্লেখ্য, গত বছর অক্টোবরে ঢাকায় কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিলেন জামাল ভূঁইয়ারা।