ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

এইচপি দল সিরিজ খেলবে বিদেশে!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটারদের স্কিল বাড়ানোর জন্য অনুশীলন ক্যাম্প ও ঘরোয়া ক্রিকেটের আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে সুযোগ তৈরি হলে আফিফ-আকবরদের বিদেশ সফরে সিরিজ খেলাবে বিসিবি। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে এইচপি দলের অনুশীলন ক্যাম্প।

এইচপি দলের অধিকাংশ খেলোয়াড় সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। এর আগে অনেক ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে খেলেছেন। কিন্তু বিসিবি মনে করছে, এইচপি দলে থাকলে ভুল শোধরানো যাবে, একই সঙ্গে পরিপক্ব হবেন ক্রিকেটাররা।

এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান বলেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের যদি কারও সামর্থ্য থাকে, তাহলে তারা সরাসরি জাতীয় দলে খেলে। যুব ও জাতীয় দলের মধ্যে যদি কোনো জায়গা থাকে সেটা এইচপি। জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত করার এই জায়গা আমরা ব্যবহার করতে পারি। আমরা কাউকে যদি খুবই মেধাবী হিসেবেও ধরি, তাহলেও তার কিছু সমস্যা থাকে। এইচপিতে তারা যতদিন কাজ করবে তাদের সেরা ব্যবহারটা করার সুযোগ থাকবে।’

১১ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে টুর্নামেন্টে এইচপির ২৫ ক্রিকেটারের ২১ জন মাঠে নামবেন। শামি হোসেন যুক্ত হওয়ায় সংখ্যাটা ২৬ হয়েছে। কাল বিপ টেস্ট ও ফিটনেস ট্রেনিং দিয়ে অনুশীলন শুরু হয়। দীর্ঘদিন পর মাঠে নেমে তরুণ ক্রিকেটাররা সামর্থ্য দেখিয়েছেন।

নাঈমুর রহমান বলেন, ‘এতদিন ঘরে বসে থেকেও তারা যে ফিটনেস দেখিয়েছে সেটা গর্ব করার মতো। এতে বোঝা যায় সবার মধ্যে পরিপক্বতা চলে এসেছে।’ তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে ওরা সিরিজ খেলবে। এটা ওদের জন্য একটা সুযোগ। অনেকদিন ম্যাচের বাইরে আছে সবাই, যে লেভেলেই হোক ম্যাচ খেলার সুযোগ পাওয়া বড় ব্যাপার। আগে হয়তো কোনো নির্দিষ্ট সিরিজ লক্ষ্য করে এইচপি দলের ক্যাম্প করা হয়েছে, এখন সেটা হবে না। তাদের এখনও সেভাবেই ক্যাম্প করানো হয় যেন সবসময় তারা ডেভেলপমেন্টের মধ্যে থাকে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়, যানালেন চিকিৎক

এইচপি দল সিরিজ খেলবে বিদেশে!

আপডেট সময় ০৯:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্রিকেটারদের স্কিল বাড়ানোর জন্য অনুশীলন ক্যাম্প ও ঘরোয়া ক্রিকেটের আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে সুযোগ তৈরি হলে আফিফ-আকবরদের বিদেশ সফরে সিরিজ খেলাবে বিসিবি। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে এইচপি দলের অনুশীলন ক্যাম্প।

এইচপি দলের অধিকাংশ খেলোয়াড় সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। এর আগে অনেক ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে খেলেছেন। কিন্তু বিসিবি মনে করছে, এইচপি দলে থাকলে ভুল শোধরানো যাবে, একই সঙ্গে পরিপক্ব হবেন ক্রিকেটাররা।

এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান বলেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের যদি কারও সামর্থ্য থাকে, তাহলে তারা সরাসরি জাতীয় দলে খেলে। যুব ও জাতীয় দলের মধ্যে যদি কোনো জায়গা থাকে সেটা এইচপি। জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত করার এই জায়গা আমরা ব্যবহার করতে পারি। আমরা কাউকে যদি খুবই মেধাবী হিসেবেও ধরি, তাহলেও তার কিছু সমস্যা থাকে। এইচপিতে তারা যতদিন কাজ করবে তাদের সেরা ব্যবহারটা করার সুযোগ থাকবে।’

১১ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে টুর্নামেন্টে এইচপির ২৫ ক্রিকেটারের ২১ জন মাঠে নামবেন। শামি হোসেন যুক্ত হওয়ায় সংখ্যাটা ২৬ হয়েছে। কাল বিপ টেস্ট ও ফিটনেস ট্রেনিং দিয়ে অনুশীলন শুরু হয়। দীর্ঘদিন পর মাঠে নেমে তরুণ ক্রিকেটাররা সামর্থ্য দেখিয়েছেন।

নাঈমুর রহমান বলেন, ‘এতদিন ঘরে বসে থেকেও তারা যে ফিটনেস দেখিয়েছে সেটা গর্ব করার মতো। এতে বোঝা যায় সবার মধ্যে পরিপক্বতা চলে এসেছে।’ তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে ওরা সিরিজ খেলবে। এটা ওদের জন্য একটা সুযোগ। অনেকদিন ম্যাচের বাইরে আছে সবাই, যে লেভেলেই হোক ম্যাচ খেলার সুযোগ পাওয়া বড় ব্যাপার। আগে হয়তো কোনো নির্দিষ্ট সিরিজ লক্ষ্য করে এইচপি দলের ক্যাম্প করা হয়েছে, এখন সেটা হবে না। তাদের এখনও সেভাবেই ক্যাম্প করানো হয় যেন সবসময় তারা ডেভেলপমেন্টের মধ্যে থাকে।’