আকাশ জাতীয় ডেস্ক:
করোনায় আক্রান্ত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
দুপুর ২টায় জেলার বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টারে সাংসদ দবিরুল ইসলামের সঙ্গে ছিলেন তার বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ও বড় মেয়ে মুক্তি ইসলাম।
ঢাকায় পৌঁছানোর পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হবে বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম।
তিনি জানান, এখন পর্যন্ত সাংসদের শরীরে করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি। তারপরও যেহেতু তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত, সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য তাকে পারিবারিকভাবে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
সাংসদ দবিরুল ইসলামের বড় ছেলে সুজন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম গত শনিবার করোনার নমুনা দেন এবং রবিবার দিনাজপুর মেডিকেল হাসপাতালের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
আকাশ নিউজ ডেস্ক 



















