আকাশ জাতীয় ডেস্ক:
বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৫শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার গভীর রাতে আটক করা হয় তাদের।
রবিবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের পাঠানো পৃথক ইমেল বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এক বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরের ইছাকাঠি এলাকার মানিক মিয়ার ভাড়াটিয়ার বাসায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা সহ ভাড়াটিয়া আগৈলঝাড়ার বাসিন্দা কয়েস সরদার (৩৪) এবং তার সহযোগী কামাল সরদার (৩৫) ও রনি পাইককে (৩২) আটক করে। এ ঘটনায় ওই ৩ জনের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ।
এদিকে একই রাতে সদর উপজেলার চর আবদানী এলাকার একটি বাসয় অভিযান চালিয়ে ৩৫পিস ইয়াবা সহ মোস্তফা হাওলাদার (২৭) নামে এক ব্যক্তিকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নগরীর কাউনিয়া থানায় মাদক আইনে পৃæথক মামলা দায়ের হয়েছে বলে গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























