আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন ব্যবহারে অনুভতি দিল ভারত। মিথাইলপ্রিডনিসোলোনের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এই স্টেরয়েড মাঝারি ও আশঙ্কাজনক কোভিড-১৯ রোগীর জন্য এই উদ্যোগ। খবর এনডিটিভির
সম্প্রতি ব্রিটিশ গবেষণাগারে পাশ করেছে এই ওষুধ। তাই ব্যাপক হারে এর উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত গাইডলাইনে এই স্টেরয়েড ব্যবহারে অনুমোদন দিয়েছে।
এর আগে করোনা সংক্রমণের নতুন উপসর্গ স্বাদ ও গন্ধ বিলোপ পাওয়াকে গাইডলাইনে জায়গা দিয়েছিল। আর্থারাইটিসের মতো রোগে রোগীদের উপশম দিতে এই স্টেরয়েড অব্যর্থ। অনেক ক্ষেত্রে রোগীর অক্সিজেন সাপোর্ট খুলতে এই স্টেরয়েড কার্যকরী। ব্রিটিশ গবেষণাপত্রে সেই কার্যকরী উল্লেখ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















