আকাশ জাতীয় ডেস্ক:
বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ইতালির রোমে আটকা পড়া ২৫৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের সঙ্গে চারজন শিশু রয়েছে।
এসব বাংলাদেশি নাগরিককে দেশে ফিরেয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার তথ্যটি নিশ্চিত করেছে।
তাহেরা খন্দকার বলেন, ‘ইতালিতে আটকা পড়া ২৫৯ বাংলাদেশিকে আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দেশে ফিরিয়ে এনেছে। তাদের নিয়ে বিমানটি ১২টা ৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।’
বিমানবন্দর সূত্রে জানা যায়, দ্বিতীয় ফ্লাইটে আমিরাত থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশির করোনামুক্ত সার্টিফিকেট থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করছে সরকার। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পর্যায়ক্রমে সব বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























