ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে বসেই পড়াশোনা হবে ডেস্কটপ আইটির সফটওয়্যারে

আকাশ আইসিটি ডেস্ক : 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ঠেকাতে গেল মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের এই স্থবিরতা কাটাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে। কিন্তু কোনো বিষয় বুঝতে না পারলে লাইভ শেষে শিক্ষার্থীদের আর কিছু করার থাকে না।

এর সমাধান দিচ্ছে ‘ডেস্কটপ আইটি’ নামের একটি প্রতিষ্ঠান। ডেস্কটপ আইটির একটি সফটওয়্যারের মাধ্যমেই শিক্ষার্থীরা ঘরে বসে পড়াশোনা করতে পারবে। অবশ্য সফটওয়্যারটি ব্যবহার করতে হবে ইন্টারনেটে। তবে সফটওয়্যারটিতে সবকিছুই রেকর্ড থাকবে। শিক্ষার্থীরা যখন খুশি সেখানে ঢুকে পড়াশোনা করতে পারবে। কোনো শিক্ষার্থী কতটুকু পড়েছে তাও নজরে রাখতে পারবেন শিক্ষকরা।

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এমন তথ্যই দিয়েছেন ডেস্কটপ আইটির ব্যবস্থাপনা পরিচালক খাজা খালেদ লিজার। তিনি জানান, দেশের শিক্ষাব্যবস্থার এই সংকটকালে ডেস্কটপ আইটি একটি অত্যাধুনিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টিম তৈরি করেছে। এই সিস্টেমে রয়েছে শিক্ষার বিভিন্ন উপকরণ অফলাইনে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর অত্যাধুনিক ব্যবস্থা। সম্পূর্ণ কোর্সকে সিলেবাস অনুযায়ী সাজানোর জন্য রয়েছে কোর্স ডিজাইন অপশন।

একজন শিক্ষার্থী একটি বিষয়ে কতটুকু শিখলো তা জানার জন্য রয়েছে স্মার্ট লার্নিং ট্র্যাকিং সিস্টেম। একই সিস্টেমে শিক্ষকরা হোম ওয়ার্ক দিতে পারবেন এবং শিক্ষার্থীরা তা সম্পূর্ণ করে আবার পাঠাতে পারবে। অডিও, ভিডিও, বার্তাসহ যেকোন ফাইল শেয়ারিংয়ের ব্যবস্থা রয়েছে। বহুনির্বাচনি প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার জন্য রয়েছে কুইজব্যাংক সুবিধা।

তিনি জানান, এ সফটওয়্যারে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চ্যাটবক্স ও ফোরামের মাধ্যমে মতবিনিময়ের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও আছে অত্যাধুনিক ক্যালেণ্ডারের মাধ্যমে আগামী দিনের জন্য যে কোনো ইভেন্ট সিডিউল করার ব্যবস্থা। সিস্টেমটিতে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের জন্য রয়েছে অত্যাধুনিক ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম। কাস্টমাইজড গ্রেডিং সিস্টেম এবং শিক্ষার্থীদের তাদের কার্যক্রম সম্পর্কে জানানোর জন্য রয়েছে ফিডব্যাক টুলস। এটি দিয়ে ঘরে বসেই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে শিক্ষাকার্যক্রম খুব সহজে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও জানান তিনি।

খাজা খালেদ বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষে ডেস্কটপ আইটি বিগত পাঁচ বছর ধরে নিরলস পরিশ্রম করে এই সিস্টেমটি তৈরি করেছে। এই প্রক্রিয়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, মাইক্রোসফট এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিশ্বব্যাপী ছোট-বড় অনেক প্রতিষ্ঠান এটি ব্যবহার করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

ডেস্কটপ আইটির এই সিস্টেমে রাজশাহী কলিজিয়েট স্কুলসহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান করোনাকালে তাদের শিক্ষার্থীদের পাঠদানের কাজ শুরু করেছে। খুব সহজে শিক্ষক-শিক্ষার্থীরা এটি ব্যবহার করছেন।

সংবাদ সম্মেলনে ডেস্কটপ আইটির কাস্টমার রিলেশান অফিসার সরোয়ার সাকলায়েন, এডমিন মাহমুদ হোসেন, অ্যকাউট্যান্ট আশিক উজ জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরে বসেই পড়াশোনা হবে ডেস্কটপ আইটির সফটওয়্যারে

আপডেট সময় ১০:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

আকাশ আইসিটি ডেস্ক : 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ঠেকাতে গেল মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের এই স্থবিরতা কাটাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে। কিন্তু কোনো বিষয় বুঝতে না পারলে লাইভ শেষে শিক্ষার্থীদের আর কিছু করার থাকে না।

এর সমাধান দিচ্ছে ‘ডেস্কটপ আইটি’ নামের একটি প্রতিষ্ঠান। ডেস্কটপ আইটির একটি সফটওয়্যারের মাধ্যমেই শিক্ষার্থীরা ঘরে বসে পড়াশোনা করতে পারবে। অবশ্য সফটওয়্যারটি ব্যবহার করতে হবে ইন্টারনেটে। তবে সফটওয়্যারটিতে সবকিছুই রেকর্ড থাকবে। শিক্ষার্থীরা যখন খুশি সেখানে ঢুকে পড়াশোনা করতে পারবে। কোনো শিক্ষার্থী কতটুকু পড়েছে তাও নজরে রাখতে পারবেন শিক্ষকরা।

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এমন তথ্যই দিয়েছেন ডেস্কটপ আইটির ব্যবস্থাপনা পরিচালক খাজা খালেদ লিজার। তিনি জানান, দেশের শিক্ষাব্যবস্থার এই সংকটকালে ডেস্কটপ আইটি একটি অত্যাধুনিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টিম তৈরি করেছে। এই সিস্টেমে রয়েছে শিক্ষার বিভিন্ন উপকরণ অফলাইনে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর অত্যাধুনিক ব্যবস্থা। সম্পূর্ণ কোর্সকে সিলেবাস অনুযায়ী সাজানোর জন্য রয়েছে কোর্স ডিজাইন অপশন।

একজন শিক্ষার্থী একটি বিষয়ে কতটুকু শিখলো তা জানার জন্য রয়েছে স্মার্ট লার্নিং ট্র্যাকিং সিস্টেম। একই সিস্টেমে শিক্ষকরা হোম ওয়ার্ক দিতে পারবেন এবং শিক্ষার্থীরা তা সম্পূর্ণ করে আবার পাঠাতে পারবে। অডিও, ভিডিও, বার্তাসহ যেকোন ফাইল শেয়ারিংয়ের ব্যবস্থা রয়েছে। বহুনির্বাচনি প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার জন্য রয়েছে কুইজব্যাংক সুবিধা।

তিনি জানান, এ সফটওয়্যারে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চ্যাটবক্স ও ফোরামের মাধ্যমে মতবিনিময়ের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও আছে অত্যাধুনিক ক্যালেণ্ডারের মাধ্যমে আগামী দিনের জন্য যে কোনো ইভেন্ট সিডিউল করার ব্যবস্থা। সিস্টেমটিতে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের জন্য রয়েছে অত্যাধুনিক ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম। কাস্টমাইজড গ্রেডিং সিস্টেম এবং শিক্ষার্থীদের তাদের কার্যক্রম সম্পর্কে জানানোর জন্য রয়েছে ফিডব্যাক টুলস। এটি দিয়ে ঘরে বসেই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে শিক্ষাকার্যক্রম খুব সহজে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও জানান তিনি।

খাজা খালেদ বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষে ডেস্কটপ আইটি বিগত পাঁচ বছর ধরে নিরলস পরিশ্রম করে এই সিস্টেমটি তৈরি করেছে। এই প্রক্রিয়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, মাইক্রোসফট এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিশ্বব্যাপী ছোট-বড় অনেক প্রতিষ্ঠান এটি ব্যবহার করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

ডেস্কটপ আইটির এই সিস্টেমে রাজশাহী কলিজিয়েট স্কুলসহ বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান করোনাকালে তাদের শিক্ষার্থীদের পাঠদানের কাজ শুরু করেছে। খুব সহজে শিক্ষক-শিক্ষার্থীরা এটি ব্যবহার করছেন।

সংবাদ সম্মেলনে ডেস্কটপ আইটির কাস্টমার রিলেশান অফিসার সরোয়ার সাকলায়েন, এডমিন মাহমুদ হোসেন, অ্যকাউট্যান্ট আশিক উজ জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।