ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

বিড়ালমাতা আলিয়া

অাকাশ বিনোদন ডেস্ক:

এডিকে নিয়ে তাঁর গল্পের শেষ নেই। পারলে লোক ধরে ধরে সবাইকে এডির গল্প শোনান এই অভিনেত্রী। উঠতে-বসতে আলিয়ার সব কাজের সঙ্গী এই বিড়াল। ঘরে অতিথি এলেই হলো। লাফ মেরে সে চড়ে বসবে। খেলতে শুরু করবে তাঁদের আঙুলগুলো নিয়ে। এসব করেই আলিয়ার অতিথিদের অভিবাদন জানায় এডি। আলিয়া বলেন, ‘বাড়িতে আমার বন্ধুবান্ধব এলে রীতিমতো এডির সঙ্গে বসে গল্প করে। একে একে আমাকে নালিশও করে, এডি এটা করছে, এডি সেটা করছে। এডি খাবারের টেবিলে চড়েছে। তখন শাসন করতে হয়। বলতে হয়, এডি, এটা কোরো না, ওটা কোরো না।’

আলিয়া এও যুক্ত করেন, ‘ধরেন, কারও সঙ্গে কথা বলছি। এডি লাফিয়ে উঠবে খাবার টেবিলে। হয়তো হাপুসহুপুস শব্দ শোনা যাবে। বুঝতে হবে এডওয়ার্ড কারও গ্লাসে পানি খাচ্ছে। আমি এত বিব্রত হই যে ওর জন্য লোকের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

বিড়ালমাতা আলিয়া

আপডেট সময় ০৩:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

এডিকে নিয়ে তাঁর গল্পের শেষ নেই। পারলে লোক ধরে ধরে সবাইকে এডির গল্প শোনান এই অভিনেত্রী। উঠতে-বসতে আলিয়ার সব কাজের সঙ্গী এই বিড়াল। ঘরে অতিথি এলেই হলো। লাফ মেরে সে চড়ে বসবে। খেলতে শুরু করবে তাঁদের আঙুলগুলো নিয়ে। এসব করেই আলিয়ার অতিথিদের অভিবাদন জানায় এডি। আলিয়া বলেন, ‘বাড়িতে আমার বন্ধুবান্ধব এলে রীতিমতো এডির সঙ্গে বসে গল্প করে। একে একে আমাকে নালিশও করে, এডি এটা করছে, এডি সেটা করছে। এডি খাবারের টেবিলে চড়েছে। তখন শাসন করতে হয়। বলতে হয়, এডি, এটা কোরো না, ওটা কোরো না।’

আলিয়া এও যুক্ত করেন, ‘ধরেন, কারও সঙ্গে কথা বলছি। এডি লাফিয়ে উঠবে খাবার টেবিলে। হয়তো হাপুসহুপুস শব্দ শোনা যাবে। বুঝতে হবে এডওয়ার্ড কারও গ্লাসে পানি খাচ্ছে। আমি এত বিব্রত হই যে ওর জন্য লোকের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।