ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

লেবু পাড়লেন শচীন, ভাগ চাইলেন হরভজন! (ভিডিও)

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার প্রকোপ কমাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এতে ঘরবন্দি জীবনযাপন করছেন দেশটির ক্রিকেটাররা। সময় কাটাতে নানা পন্থা অবলম্বন করছেন তারা। বেছে নিচ্ছেন সব মজার পদ্ধতি। এ দিয়েও অনেকে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলছেন।

সেই তালিকার শীর্ষ সারিতে রয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। কয়েকদিন আগে কাঁচি হাতে হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। অসাধারণ হেয়ারকাট দেন ছেলে অর্জুনকে। এবার তাকে দেখা গেল আঁকশি হাতে। বাড়ির বাগান থেকে লেবু পেড়েছেন লিটল মাস্টার। আর প্রকাশ্যে আসতেই তা চেয়ে বসেছেন একসময়ের সতীর্থ হরভজন সিং।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি। স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। বন্ধ রয়েছে খেলা। অগত্যা বাড়িতে বসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

গৃহবন্দি হয়ে এ সময়ে বিভিন্ন কাজ করছেন মাস্টার ব্লাস্টার শচীন। করোনা মোকাবেলায় দেশের নাগরিকদের নানা পরামর্শ দিতে দেখা গেছে তাকে। এ দুঃসময়ে সামাজিক দূরত্ব মানা কতটা প্রয়োজন, তা সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন তিনি।

এর মধ্যে কখনও স্মৃতির সরণী ধরে নিজের পুরনো কীর্তির কাছে পৌঁছেছেন শচীন। নানা বিষয়ে করেছেন স্মৃতিচারণা। আবার কখনো সতীর্থদের সঙ্গে মশকরায় মেতেছেন তিনি। সম্প্রতি হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিখুঁতভাবে ছেলে অর্জুনের মাথার চুল কেটে দেন সেঞ্চুরির সেঞ্চুরিয়ান।

সেই রেশ না কাটতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে শচীনকে আঁকশি হাতে লেবু পাড়তে দেখা যাচ্ছে।

সেই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন হরভজন। সঙ্গে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর কাছে কয়েকটি লেবু চেয়ে আবেদন করেছেন তিনি। ক্যাপশনে ভাজ্জি লিখেছেন, দু’একটা লেবু আমাকে দিও ‘পাজি’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

লেবু পাড়লেন শচীন, ভাগ চাইলেন হরভজন! (ভিডিও)

আপডেট সময় ০৫:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার প্রকোপ কমাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এতে ঘরবন্দি জীবনযাপন করছেন দেশটির ক্রিকেটাররা। সময় কাটাতে নানা পন্থা অবলম্বন করছেন তারা। বেছে নিচ্ছেন সব মজার পদ্ধতি। এ দিয়েও অনেকে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলছেন।

সেই তালিকার শীর্ষ সারিতে রয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। কয়েকদিন আগে কাঁচি হাতে হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। অসাধারণ হেয়ারকাট দেন ছেলে অর্জুনকে। এবার তাকে দেখা গেল আঁকশি হাতে। বাড়ির বাগান থেকে লেবু পেড়েছেন লিটল মাস্টার। আর প্রকাশ্যে আসতেই তা চেয়ে বসেছেন একসময়ের সতীর্থ হরভজন সিং।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি। স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। বন্ধ রয়েছে খেলা। অগত্যা বাড়িতে বসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

গৃহবন্দি হয়ে এ সময়ে বিভিন্ন কাজ করছেন মাস্টার ব্লাস্টার শচীন। করোনা মোকাবেলায় দেশের নাগরিকদের নানা পরামর্শ দিতে দেখা গেছে তাকে। এ দুঃসময়ে সামাজিক দূরত্ব মানা কতটা প্রয়োজন, তা সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন তিনি।

এর মধ্যে কখনও স্মৃতির সরণী ধরে নিজের পুরনো কীর্তির কাছে পৌঁছেছেন শচীন। নানা বিষয়ে করেছেন স্মৃতিচারণা। আবার কখনো সতীর্থদের সঙ্গে মশকরায় মেতেছেন তিনি। সম্প্রতি হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিখুঁতভাবে ছেলে অর্জুনের মাথার চুল কেটে দেন সেঞ্চুরির সেঞ্চুরিয়ান।

সেই রেশ না কাটতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে শচীনকে আঁকশি হাতে লেবু পাড়তে দেখা যাচ্ছে।

সেই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন হরভজন। সঙ্গে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর কাছে কয়েকটি লেবু চেয়ে আবেদন করেছেন তিনি। ক্যাপশনে ভাজ্জি লিখেছেন, দু’একটা লেবু আমাকে দিও ‘পাজি’।