ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

‘মাসে অন্তত একবার ঘুরতে যাব যে কারণে’

অাকাশ জাতীয় ডেস্ক:

যারা ভ্রমণপিয়াসী তাদের কাছে এর প্রয়োজন ও সুফল নতুন করে বলার কিছু নেই। কিন্তু রক্তে ঘোরার নেশা নিয়েও যারা শুরু করতে পারছেন না, তাদের জন্যে কলম ধরেছেন এক পর্যটক আয়ান্দ্রালি দত্ত। ভারতের এই কন্যার ভ্রমণের দারুণ শখ। তিনি ঠিক করেছেন, প্রতিমাসেই একবার করে কোথাও না কোথাও ঘুরে আসবেন তিনি। এখানে আয়ান্দ্রালি কী বলতে চাইছেন তা দেখে নিন।

তিনি লিখেছেন, যদি মনে করেন যে আচার-ব্যবহারের পেছনে আপনার জেনেটিক অবস্থা দায়ী, তবে দ্বিতীয়বার চিন্তার সময় এসেছে। এ কথা আমিও ভাবতাম কিছু দিন আগেও। কিন্তু যখন আমার সত্যিকার পছন্দ, ভালোবাসা আর ভালোলাগা খুঁজে পেলাম তখন সবই বদলে গেলো। আমি বুঝলাম, মানুষের জীবনের সবচেয়ে অর্থপূর্ণ দিকটি ফুটিয়ে তোলে ভ্রমণ। এই উপলব্ধি একবার আসলে আর পিছে ফিরে দেখার প্রয়োজন হয় না।

বছর দুয়েক আগে প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিমাসে একবার করে ভ্রমণে যাবো আমি। সময় বা সুযোগ না থাকার বিষয়টি কংক্রিট হয়ে রয়েছে আমাদের জীবনে। এটা সাহস করে ভেঙেছিলাম। আর ওটা ভাঙার পর পরই স্রোতের মতো আমাকে ভাসিয়ে নেয় আনন্দ আর ভালোলাগা।

আসলে প্রতিটা উপলব্ধি আচমকা ধরা দেয় মনে। আমিও তার ব্যতিক্রম নই। একদিন আমার মনে হলো, এই পৃথিবীটা কত বড়! এর কিছুই তো আমি দেখিনি। এমনকি আমার আশপাশের কতকিছুই এখনো অজানা আমার। পৃথিবীটাকে যত দেখবো ততই সঙ্কীর্ণতা দূর হবে আমার। বুড়ো হলেও তো নাতী-নাতনীদের বলতে পারবো অভিজ্ঞতার কথা।

তবে জীবন কিছুটা এলোমেলো হয়ে যায়। তাই বলে গোছানো জীবন যে নষ্ট হয় তা কিন্তু নয়। গত ২৪ মাসে আমি ২৬টি নতুন নতুন স্থান ঘুরেছি। যে পরিবর্তন আসে তা নগন্য। ভয়ের কিছু নেই। শুধু একটা অন্তিম চাওয়া মনে মধ্য কাজ করবে- আবার কবে বেরোতে পারবো এই যান্ত্রিক জীবন থেকে? ক্রমেই আপনার চারদিক থেকে যত মানসিক বাধা সরে যাবে। এক অদ্ভুত শান্তি বিরাজ করবে চারদিকে।

প্রতিবারই আমি যখন বাইরে থেকে ঘুরে আসি, আমি জীবনের নতুন কিছু খুঁজে পাই। আপনিও পাবেন। প্রতিনিয়ত ভ্রমণ আপনাকে জীবনের নতুন অর্থ দেবে। মনে হবে, এর অপেক্ষাতেই হয়তো ছিলেন এতদিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

‘মাসে অন্তত একবার ঘুরতে যাব যে কারণে’

আপডেট সময় ০৭:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

যারা ভ্রমণপিয়াসী তাদের কাছে এর প্রয়োজন ও সুফল নতুন করে বলার কিছু নেই। কিন্তু রক্তে ঘোরার নেশা নিয়েও যারা শুরু করতে পারছেন না, তাদের জন্যে কলম ধরেছেন এক পর্যটক আয়ান্দ্রালি দত্ত। ভারতের এই কন্যার ভ্রমণের দারুণ শখ। তিনি ঠিক করেছেন, প্রতিমাসেই একবার করে কোথাও না কোথাও ঘুরে আসবেন তিনি। এখানে আয়ান্দ্রালি কী বলতে চাইছেন তা দেখে নিন।

তিনি লিখেছেন, যদি মনে করেন যে আচার-ব্যবহারের পেছনে আপনার জেনেটিক অবস্থা দায়ী, তবে দ্বিতীয়বার চিন্তার সময় এসেছে। এ কথা আমিও ভাবতাম কিছু দিন আগেও। কিন্তু যখন আমার সত্যিকার পছন্দ, ভালোবাসা আর ভালোলাগা খুঁজে পেলাম তখন সবই বদলে গেলো। আমি বুঝলাম, মানুষের জীবনের সবচেয়ে অর্থপূর্ণ দিকটি ফুটিয়ে তোলে ভ্রমণ। এই উপলব্ধি একবার আসলে আর পিছে ফিরে দেখার প্রয়োজন হয় না।

বছর দুয়েক আগে প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিমাসে একবার করে ভ্রমণে যাবো আমি। সময় বা সুযোগ না থাকার বিষয়টি কংক্রিট হয়ে রয়েছে আমাদের জীবনে। এটা সাহস করে ভেঙেছিলাম। আর ওটা ভাঙার পর পরই স্রোতের মতো আমাকে ভাসিয়ে নেয় আনন্দ আর ভালোলাগা।

আসলে প্রতিটা উপলব্ধি আচমকা ধরা দেয় মনে। আমিও তার ব্যতিক্রম নই। একদিন আমার মনে হলো, এই পৃথিবীটা কত বড়! এর কিছুই তো আমি দেখিনি। এমনকি আমার আশপাশের কতকিছুই এখনো অজানা আমার। পৃথিবীটাকে যত দেখবো ততই সঙ্কীর্ণতা দূর হবে আমার। বুড়ো হলেও তো নাতী-নাতনীদের বলতে পারবো অভিজ্ঞতার কথা।

তবে জীবন কিছুটা এলোমেলো হয়ে যায়। তাই বলে গোছানো জীবন যে নষ্ট হয় তা কিন্তু নয়। গত ২৪ মাসে আমি ২৬টি নতুন নতুন স্থান ঘুরেছি। যে পরিবর্তন আসে তা নগন্য। ভয়ের কিছু নেই। শুধু একটা অন্তিম চাওয়া মনে মধ্য কাজ করবে- আবার কবে বেরোতে পারবো এই যান্ত্রিক জীবন থেকে? ক্রমেই আপনার চারদিক থেকে যত মানসিক বাধা সরে যাবে। এক অদ্ভুত শান্তি বিরাজ করবে চারদিকে।

প্রতিবারই আমি যখন বাইরে থেকে ঘুরে আসি, আমি জীবনের নতুন কিছু খুঁজে পাই। আপনিও পাবেন। প্রতিনিয়ত ভ্রমণ আপনাকে জীবনের নতুন অর্থ দেবে। মনে হবে, এর অপেক্ষাতেই হয়তো ছিলেন এতদিন।