আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বাড্ডা এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্তা তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরের দিকে তৌহিদুলকে আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে মহানগর হাকিম শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তৌহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে তৌহিদুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতো ১৪ বছর বয়সী ওই কিশোরী। তৌহিদুলের স্ত্রী বাড্ডায় একটি দোকানে চাকরি করেন। স্ত্রী না থাকার সুযোগে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতেন তৌহিদুল। এক পর্যায়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর বাড্ডা থানায় মামলা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























